আমাদের কথা খুঁজে নিন

   

মুকেশ - আধুনিক বাংলা গান

মরণ আমার ভালো লাগে মুকেশ চাঁদ মাথুর (জুলাই ২২, ১৯২৩ - আগস্ট ২৭, ১৯৭৬), মুকেশ নামেই সমধিক পরিচিত ছিলেন। তিনি হিন্দি চলচ্চিত্রের স্বর্ণযুগের দিকপাল ও অন্যতম সেরা প্লে-ব্যাক কণ্ঠশিল্পী ছিলেন। তিনি, মহম্মদ রফি, কিশোর কুমার, তালাত মাহমুদ ও মান্না দে'র পাশাপাশি হিন্দি গানের জগতে তাঁর পুরো শিল্পী জীবন জুড়ে রাজত্ব করেছেন। বিশেষত হিন্দি সিনেমায় রাজকাপুরের লিপে তাঁর প্লে-ব্যাক ছিল অনবদ্য ও অনন্যসাধারন। তাঁর মেলোডিয়াস কণ্ঠে অসংখ্য জনপ্রিয় ও কালজয়ী হিন্দি ও অন্যান্য ভারতীয় ভাষা্র গান রয়েছে। ১৯৭৬ সালে মাত্র ৫৩ বছর বয়সে মুকেশ পরলোকগমন করেন। মুকেশ - আধুনিক বাংলা গান আমার জানামতে মুকেশের কণ্ঠে আধুনিক বাংলা গানের সংখ্যা মাত্র ১০টি। - ৮টি আধুনিক, ২টি সিনেমার। সেই ১০টি গান নিয়ে এই আয়োজনটি সবার ভালো লাগবে বলে আশা করছি। ০১ আমার মনের কত সুখ নিয়ে ০২ দেহেরই পিঞ্জিরায় প্রাণপাখি কাঁদে ০৩ ঝুন ঝুন ময়না নাচো না ০৪ মন্দ বলে লোকে বলুক না ০৫ মন মাতাল সাঁঝ সকাল ০৬ মনকে কিছু বোলো না ০৭ ও ময়না রে ০৮ ওগো আবার নতুন করে ০৯ সরি ম্যাডাম সরি ১০ রাধাকুণ্ড শ্যামকুণ্ড কোয়ালিটি - ১২৮ কেবিপিএস এমপি৩ ফাইল সাইজ - ২৯ মেগাবাইটস ডাউনলোড - মুকেশ - আধুনিক বাংলা গান  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।