আমাদের কথা খুঁজে নিন

   

|| প্রতারক থেকে সাবধান || অসুস্থ মানুষের অসুস্থতা এবং তাঁদের দারিদ্রতার কথা বলে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।

মজাই মজা || প্রতারক থেকে সাবধান || সম্প্রতি অনলাইনে সক্রিয় হয়েছে বেশ কিছু প্রতারক চক্র। বিভিন্ন সময় এইসব প্রতারক অনেক অসুস্থ মানুষের অসুস্থতা এবং তাঁদের দারিদ্রতার কথা বলে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। আর এসব টাকায় নিজেরা করছে মৌজ-মাস্তি, আনন্দ- ফুর্তি । এদের রয়েছে শক্তিশালী নেটওয়ার্ক এবং বিভিন্ন জাতীয় দৈনিক এবং অনলাইন পত্রিকার সাংবাদিকদের সাথে সখ্য। এছাড়াও এরা ব্লগার, এবং বেশকিছু ফেসবুকের পেজের এডমিন।

এরা সব একযোগ হয়ে কোমলমতি- দয়ালু মানুষের সাথে করছে বিশ্বাসঘাতকতা । বিভিন্ন সময় এইসব প্রতারক অনেক অসুস্থ মানুষের অসুস্থতা এবং তাঁদের দারিদ্রতার কথা বলে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। আর এসব টাকায় নিজেরা করছে মৌজ-মাস্তি, আনন্দ- ফুর্তি । মানুষ কতটা নির্লজ্জ-বেহায়া হতে পারে তা এদের না দেখলে বোঝার উপায় নেই। সাধারন কোমল-মতি মানুষ এদের ধোকায় পরছে অনবরত।

এরা সাহায্যের কথা বলে নির্দিষ্ট ব্যাংক একাউন্ট বিশেষ করে ডাচ-বাংলা ব্যাংকের কিছু একাউন্ট নম্বর দিয়ে থাকে। অনেক প্রবাসী এবং দেশি ভাই-বোনেদের কাছে আবেদন এরকম সাহায্যের আবেদনে সারা দেয়ার আগে অবশ্যই একটু যাচাই করে নিবেন। ভালো ভাবে খোঁজ নিয়ে নিবেন। আমরা কেউ চাইনা আপনার রক্ত-পানি করা নেক নিয়তে দান করা টাকা এইসব কুলাঙ্গারদের আনন্দ ফুর্তির খোরাক হোক। প্রতারকদের পরিচয় পেতে ক্লিক করুন এখানে এদের অন্যতম মূল হোতার পরিচয় এই লিঙ্কে - এ ব্যাপারে সবাইকে এখনি সাবধান করতে পোস্টটি শেয়ার করুন ।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।