আমাদের কথা খুঁজে নিন

   

নাতি'র কান্ড কারখানা দেখুন একবার। কত্ত বড় সাহস লইয়া ঘুরে জাতির নাতি! আহারে! .।



আমাদের একখান জাতির নাতি আছে- খুবই শিক্ষিত, মার্জিত, সুদর্শন, পরিবর্তনের ভবিষ্যৎ কান্ডারী, ভবিষ্যৎ নেতা। জাতির নানা আপনি না কিন্তু। ভুল ভাইবেন না। উনি আমাদের সবার নাতি (পাইকারি নাতি) মিঃ সজীব ওয়াজেদ জয়। লন্ডনে মিঃ ইনুর উপর হামলাকে (পচা ডিম নিক্ষেপ, কিল ঘুষি ফ্রি ছিল) বিএনপি-জামাতের কাজ এবং পুরোদমে তাদের সংশ্লিষ্টতা নিয়ে উনার ফেসবুক পেজে একখান পোস্ট মেরেছেন।

ভালো কথা। মাইনা লইলাম- মাগার ফেসবুক অথো...রিটি কেন যে ওখানে মন্তব্য লিখার সুযোগ রাখলো বুঝলাম না। ভাইরে সুযোগ পাইয়া দিলাম একখান মন্তব্য। কিছুক্ষন পর দেখালাম- আমার মন্তব্যে লাইক ও পরেছে ২-৪ খানা। ওমা! একি কান্ড!!! আমার মন্তব্য উধাও।

কি হইল? কি হইল? আবিষ্কার করিলাম- উনাকে ডিলেট মারা হয়েছে। পাইকারি নাতির সাহস দেইখা আমার চান্দি তো খারাপ হইয়া গেল। এই পোলা বাংলাদেশে রাজনীতি করবে? হইবো না, নাতি হইবো না। তোমার বহুত সাহসের দরকার আছে। Super Power Energy Drink খাও, শক্তি ও সাহস বাড়াও।

তারপর না হয় আসো। আর ছোট-খাট মন্তব্যে ধৈর্য্য ধারন করতে হয়। বুঝলে নাতি মিঃ সজীব ওয়াজেদ জয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.