আমাদের কথা খুঁজে নিন

   

আই লাভ পলিটিক্স......

ফেবু আর আগের মত নাইরে। আগে মাইয়ারা কত্ত ভাবে থাকত। তাদের কে শত শত আবাল ফ্রেন্ড রিকু পাঠাইতো। এখন সেই দিন ফুরায়ে গেছে। এখন সব রিকু যায় ছেলিব্রেতিদের কাছে।

কেউ কেউ নাকি পাসপোর্টের ছবি পাঠায়ে রিকু করে। ছাগু আর BAL এর সাথে ঝগড়া করি আর যাই করি মানুষ যে এখন প্রথম আলোর দেখানো তথাকথিত অরাজনৈতিক প্লাটফর্মে বসে নাই সেইটা ভালো লাগে। আগে দেখতাম " I hate politics" এর ছড়াছড়ি। ওই আবালদের মনে মনে বলতাম নিজের প্রতিদিনের রুটিন চেক কইরা দেখত মামা, সকালে ঘুম থেকে উঠার পর রাতে ঘুমাতে যাওয়ার আগে সারাদিনে তোমার কোন সময়টা "I hate politics" ছাড়া ছিলা? জীবনের প্রতিটা মুহূর্তে পলিটিক্স মামারা। ফ্যামিলিতে পলিটিক্স...ক্লাসে পলিটিক্স...প্রেমিকা/প্রেমিকের লগে পলিটিক্স...অফিসে পলিটিকস......কোন জায়গা বাদ আছে পলিটিক্স ছাড়া।

খালি হাসিনা-খালেদা যা করে ওইটাই পলিটিক্স না... দিন বদল হয়া গেছেরে মমিন... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।