আমাদের কথা খুঁজে নিন

   

~~~~* রুপালী পুনঃচলন * ~~~

সহজ কথা যায় যে বলা সহজে, সহজ কথায় যায়না ভোলা সহজ.। মনে করো, সেইদিন বিকেলে খুজতে বেড়িয়েছি, আমার সেই আমিকে, ধর, চারটি বছর পেরিয়ে গেছে সেই কবেই; রাস্তার ধারের কৃষ্ণচূড়া গুলো আর মোটেই ছোট নেই যেন আকাশকে আগলে রাখছে, কিছুতেই দেখতে দিবে না, অনেক অভিমান। চায়ের দোকানের মতিনকেও পাওয়া গেল না; আমি হাঁটছি, বুকের ভিতর চাঁপা আবেগ নিয়ে এগুচ্ছি; দরজার ধারে তুমি কি অধীর অপেক্ষায়? আমায় দেখে চিৎকার কাটবে “তুমি এসেছ? এসো!” কিম্বা পরম আবেগ নিয়ে আলিঙ্গন করে, বুকের উপর মৃদু আঘাত করবে “ এত দিন কই ছিলে!” সেই বাদাম গাছটার কথা তোমার মনে আছে? ঐযে প্রতিদিন একটু একটু করে বেড়ে একদিন সে ছুঁয়েই ফেলল জানালাটাকে; এরপর সকালের দুষ্ট রোদটাকে আড়াল করত। তুমি যখন থাকতে না আমি ওর সাথে কথা বলতাম, তোমার নামে নালিশ ও করতাম! আচ্ছা, আমায় কি ও আজ চিনতে পারবে? আমাদের লেকটার ছিল অসাধারণ, সন্ধ্যার সূর্যের শেষ আভা বর্ণীল রাঙ্গিয়ে দিতো ওর জলকে, আর প্রতিজ্ঞা করে যেত আর একটি নতুন সকালের। আমি হাঁটছি, ভাবছিন,চলছে অতীতের রুপালী পুনঃচলন । (বসুন্ধরা, ঢাকা)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।