আমাদের কথা খুঁজে নিন

   

কার মনে আলো জ্বালো....তার মন কি আমার চেয়েও ভাল

ছেড়া সুর বেজে যায় হৃদয়ের যত অলিগলি, কখনো রোদ আসে কখনো বৃষ্টি ঝড়ে। কষ্টগুলো ভাষা খুজে পায়না..বোবা প্রতিবাদ - নির্বাক চিৎকার। কথা কবিতার পংক্তিমালার সীমা ছাড়িয়ে গেছে বিরহ, পার্থিব তুলনা,সাদৃশ্যের উর্ধে বাসা বেধেছে । কিছুতেই বোঝানো যায়না ,মেলানো যায়না চাপা ব্যথার বিবর্ন রং,থমকে যায় ক্যনভাসে। কোন অশুভক্ষনে ঘর ছেড়েছি সব কিছু পেছনে ফেলে।কার মোহে ফিরে যাবার পথটাকে ভেঙেচুড়ে বন্ধুর করেছি।এত দীর্ঘযাত্রায় ও ক্লান্ত হইনি,কারন জানি সামনে আলো আছে,এ আলো যে আমার জন্য নয় জেনেছি তখন অনেক দেরি হয়ে গেছে সামনের পথে নিকষ আধারের নকশায় নির্মম পরিহাস বোনা হয়ে গেছে।এতটাই ক্লান্ত আর ফিরে যাবার উপায়হীন সময়ের মোহনায় দাড়িয়ে,আমি শব্দ হীন জোৎস্নার আলোয় ভীষন একা। ।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।