আমাদের কথা খুঁজে নিন

   

৬০টি চমৎকার ইউএসবি গ্যাজেট [ছবি ব্লগ]

খালি পড়ি আর কমেন্ট করি। কম্পিউটারের বহুল ব্যবহৃত একটি ইন্টারফেস হল ইউএসবি যা কিনা ইউনিভার্সাল সিরিয়াল বাস শব্দের সংক্ষিপ্তরূপ। আসলেই ইউএসবি তার ইউনিভার্সালিটি ছাড়িয়ে গেছে। পেন ড্রাইভ, মডেম, কিবোর্ড, মাউস, ল্যাম্প, স্পীকার, ডিসপ্লে সহ কতকিছুতে যে ইউএসবি ব্যবহার করা হচ্ছে তার সংখ্যা নাই। তাছাড়া খুব সহজে ডেস্কটপ ও ল্যাপটপ হতে ৫ ভোল্টের পর্যাপ্ত কারেন্ট পাওয়া যায় বলে মোবাইল ফোন চার্জ, ল্যাম্পের কাজে ইউএসবির কদর বেশ ভালই।

আজ হঠাৎ খুজতে খুজতে পেলাম অনেকগুলো ইউএসবি গ্যাজেটের ছবি। কিছু কিছু ছবি আগেই অনেকে দেখে থাকবেন, তারপরেও অনেকগুলো নতুন লাগলো বলে শেয়ার করছি। ০১। ইউএসবি এয়ার ফ্রেশনার। ০২।

এটাও ইউএসবি এয়ার ফ্রেশনার। ০৩। বিস্কুটের মত দেখতে পেন ড্রাইভ। ০৪। কোল্ড ড্রিংকসের বোতলের ছিপি খোলার টুলসহ পেন ড্রাইভ, তবে এই জিনিস দিয়ে কয়জন ছিপি খোলার কাজ করবেন জানা নাই।

০৫। গার্লফ্রেন্ডকে উপহার দিতে পারেন এটা। চকলেট বলের নিচে ইউএসবি হাব। ০৬। ইউএসবি ড্রিম লাইট।

(কিন্তে মুঞ্চায়!) ০৭। ব্যাটম্যান সহ পুতুল আকৃতির পেন ড্রাইভ। ০৮। কোল্ডড্রিংকসের তাপমাত্রা কমানোর মেশিন, ইউএসবি পাওয়ারে চলে। ০৯।

এই ডিজাইনটা আমার চরম লেগেছে। বোতলের কর্ক আকৃতির পেন ড্রাইভ। ১০। একটার উপর আরেকটা বসানো চাকতি নিয়ে ইউএসবি হাব। ১১।

এটাও ইউএসবি হাব (ভয় পাইছি!)। ১২। ইউএসবি ফ্যান, আজকাল এগুলা অনেক জায়গায় দেখা যায়। গরমেও যারা ল্যাপি ছেড়ে ওঠেন না তাদের বন্ধু হতে পারে (কিনলে আমাকে একটা গিফট করবেন অবশ্যই)। ১৩।

বিশ্বাস না হলেও এটাও ফ্যান, তবে ব্লেড নাই। ক্যামনে বাতাস আসে আল্লাহ মালুম! ১৪কৃত্রিম ইউএসবি অ্যাকুরিয়াম ও টেবল উইজেট। তবে মনে কইরেন না যে এটা কিনলে আই ফোন-টা ফ্রি। ১৫। ইউএসবি লেড।

চাইলে আপনিও এরকম সিম্পল লেড বানাতে পারেন। ১৬। যাহ! ঘুষি মেরে মাথা খুলে ফেললো! এগুলান হল পেন ড্রাইভ। ১৭। ভয় পেয়েন না, পিসিতে লাগালে বোমা ফাটবেনা।

এগুলাও পেন ড্রাইভ। ১৮। মাউস! চমৎকার একটা ডিজাইন ও গতানুগতিক মাউসের চেয়ে আলাদা (যদি পাইতাম!)। ১৯। বলেন তো এগুলা কি? পেনড্রাইভ, হাব, লাইট কিছুই না।

এগুলা হল হ্যান্ড গ্লোভস, ইউএসবি পাওয়ার নিয়ে হাত গরম করে। ২০। ব্যাকলাইট সহ কিবোর্ড। তাও আবার ভাঁজ করা যায়। রাতে পিসি ঘুতাতে খুব কষ্ট হয়, এসব একটা থাকলে বেশ হয়।

কেও গিফট করবেন নাকি? ২১। এটা হয় 'জুয়েল ড্রাইভ', মনি-মুক্তা বসানো পেন ড্রাইভ। ২২। সাধারণ ইউএসবি ল্যাম্প। ২৩।

আরেকটা জিনিস যেটা আমার খুব মজা লেগেছে। ইউএসবি লেড ডিসপ্লে। প্রোগ্রাম করে দিলে সে অনুযায়ী রোলিং টেক্সট বা আর্ট দেখা যায়। মাইক্রো কনট্রোলার দিয়েও এরকম তৈরী করা যায় তবে এত নিখুত বানানো সহজ না। ২৪।

ট্রাফিক বাত্তি সহ ইউএসবি হাব। ২৫। লাইটারের সাথে পেন ড্রাইভ। আগুনের তাপে ডাটা যেন নষ্ট না হয় সেজন্য সার্কিট অপরিবাহী লেয়ার দিয়ে ঘেরা আছে। ২৬।

বলতে হবেনা এটা কার পুতুল। জিনিসটা হল পেন ড্রাইভ। ২৭। ইউএসবি ফাইল শ্রেডার। যারা জানেন না তারা জেনে নিন।

গোপনীয় ফাইল ছিড়ে না ফেলে বা কাটাকুটি না করে এরকম যন্ত্রের মাধ্যমে টুকরা টুকরা করা হয়। (কম্পিউটারের ফাইলও শ্রেড করার সফটওয়্যার পাওয়া যায়)। ২৮। ফ্যান। ২৯।

বলুন দেখি এটা কি? উপরে উল্লিখিত কোনটাই না। ভাল করে খেয়াল করুন, এটা ওয়েব ক্যাম। ৩০। মানসিক অবস্থা পরিবর্তন করার জন্য মুডি লাইট। ৩১।

মাশরুম স্টাইলে বাত্তি। ল্যাপটপ বা কিবোর্ডের পাশে রেখে আরামে কাজ করা যাবে। ৩২। সাধারণ মাউস, তবে মিনি অ্যাকুরিয়ামটা কৃত্রিম, সত্যিকার হলে অন্য কথা ছিল। ৩৩।

এটাও ইউএসবি স্পীকার। ৩৪। দেখেই বুঝা যায় যে পিয়ানো। ছোট্ট বাচ্চা যারা কিবোর্ড দিয়া পিয়ানো সফটওয়্যার বাজাতে যেয়ে ভুলভাল কি চেপে দেয় তাদের শান্ত করতে এই জিনিস ব্যবহার করা দরকার। ৩৫।

পিক্সি বা ছোট্ট পরী। এগুলা আসলে স্পীকার। ৩৬। স্টার ওয়ার্সের মতন বাত্তি-ওয়ালা ল্যাম্প। ৩৭।

এটা ডেস্ক প্রোটেক্টর (ভাবটা দেখেন)। ৩৮। কুকুরের মুখে স্পীকার। কেমন কেমন লাগছে। ৩৯।

এটা স্পীকার ভেবেছিলাম, আসলে ইউএসবি হাব। ৪০। বোঝাই যায় এটাও স্পীকার। ৪১। গোলাপের মাঝে হাব।

৪২। ক্যামেরার মিনিয়েচারে ওয়েব ক্যাম। ৪৩। রাইস কুকারের মত, আসলে স্পীকার। ৪৪।

ওয়েব ক্যাম, দেখেন না ক্যামেরার উপরে একটা সবুজ লেড। ৪৫। এই ছবিটা বহু জায়গায় দেখে থাকবেন। ইহা পেন ড্রাইভ। ৪৬।

সান্টা ড্রাম, সফটওয়্যার দিয়ে ড্রাম বাজাতে পারবেন। ৪৭। জুতার ভেতরে পেন ড্রাইভ! ৪৮। চমৎকার ডিজাইনের গ্যাজেট এটা। স্যান্ডেলের ভেতরে পেন ড্রাইভ।

৪৯। এটা পেন ড্রাইভ, তবে প্লাগ কোনদিকে দেখতে পাইনা। ৫০। পেন ড্রাইভ... ৫১। স্ট্রেস দূর করতে প্যানিক বাটনে মাঝে মাঝে চাপ দেবেন (সাইকিয়াট্রিস্টদের দিন শেষ!)।

৫২। রকেট লাঞ্চার ভেবেছিলাম, পরে দেখি সাবমেরিন স্টাইলে কার্ড রিডার, হাব ও ব্লুটুথ। ৫৩। ট্যাঙ্ক, ভেতরে পেন ড্রাইভ। ৫৪।

হাব। ৫৫। মাঝের চাকাটা হাব, পিৎজা ও ক্রিসমাস ট্রি স্টাইলের ওই দুটা পেন ড্রাইভ। ৫৬। ট্রান্সফরমার্স আইসা পড়েছে! পেন ড্রাইভ এইটা।

৫৭। ট্রাকের মাঝে কার্ড রিডার। ৫৮। কচ্ছপের মাঝে পেন ড্রাইভ। ৫৯।

ইমেইল নটিফায়ার। ইউএসবি পোর্টে লাগিয়ে রাখলে সফটওয়্যার অনুযায়ী সেটিংস থাকলে ইমেইল আসলে জ্বলে উঠবে। ৬০। এবং সবশেষে কামান। মুখের ভেতরে স্পীকার লাগানো।

ছবিগুলো আজ হঠাৎ এই সাইটে পেলাম। ভাল লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভাল থাকুন সবসময়।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.