আমাদের কথা খুঁজে নিন

   

" গুলতেকিনের জন্য "

ক্ষত বিক্ষত হুমায়ন আহম্মদের বিচরন অতীতের অভয়ারন্যে । দগ্ধ অন্তরের পোড়া হৃদয় যে তোমার মন যমুনার হৃদয়ে অবগাহন করছে তার অলক্ষ্যে ।তা ই ফুটে উঠেছে তার লিখনির কালিতে ।হাহাকার বুক ফাটা যন্তনার বোবা কান্নায় হুমায়ান যে তোমারাই চিরদিনের । বিজয়ীনি তুমি । ভেবোনা কোনদিন হুমায়ন নেই , আছে তোমার হৃদয় কোনে , তুমি আছো তার রক্তের প্রতি রন্দ্রে রন্দ্রে । অদম্য ভালোবাসা , থমকে যাওয়া প্রেম , ক্ষনিকের সুখের অনুভূতির শিহরন পাজরের গহীনে লুকানো হারিয়ে যাওয়া বেদনার রক্তক্ষরন । সব কিছু মিলিয়ে তুমি অন্যন্যা । "গুলতেকিন তোমার জন্য ভালোবাসা "। _______________গুলতেকিনের জন্য লেখা আমার মা এর খোলা চিঠি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।