আজকাল ঢাকাতেও এটা একটা কালচার এর মত শুরু হয়েছে, ওয়াইফ/গার্লফ্রেন্ড শেয়ারিং করা বা অন্য কাপল এর সাথে গ্রুপ সেক্স করার। নিজের ওয়াইফ কে আরেকজন ....... এইটা দেখে হাসবেন্ড মজা পাচছে । এই রিলেশনকে আমরা কিভাবে মূল্যায়ন করব? অতি ভালোবাসা? নাকি অন্য কিসু...?
এক মহিলাকে এক সময় চিনতাম যার স্বামী থাকতো বিদেশে, সে দেশে তার শ্বশুর-শ্বাশুরীর সাথে থাকতো গুলশানে, আর তার সেক্স করার জন্য আলাদা একটা অ্যাপার্টমেন্ট ছিল। অফিস কলিগ থেকে শুরু করে সিনিয়ার জুনিয়ার অনেকেই তার পার্টনার ছিল। কিন্তু স্বামীর প্রতি ভালবাসা(আমরা ভালবাসা বলতে যা বুঝি) তার কোন রকম কম ছিল না।
তার ১১ বছর বয়সী একটা ছেলে ছিল, ছেলের প্রতি তার কোন আদরের কমতি ছিল না... কিন্তু সেক্স জিনিসটা তার কাছে জাস্ট একটা মজা করার মাধ্যম আর কিছু না।
আমার পরিচিত একটা কাপল আছে যারা তাদের আরেক বন্ধু কাপলের সাথে সুইঙ্গিং করে। এর বউ তার সাথে আর তার বউ এর সাথে...। কিন্তু পরিবারের সাথে তাদের কোন ক্ল্যাশ নেই... সেক্স মানে তাদের কাছে একদমই মজা। এরা আবার তাদের চারজনের বাইরে কিছু করে না।
এমন বেশ কিছু উদাহরন দেয়া যাবে। কিন্তু আসল কথা হলো আমামদের সমাজের এখনকার মূল্যবোধ এটাকে ভাল চোখে দেখে না। আর যারা একটু গোড়া, তারা বলে মেয়েদের স্বাধীনতা দিলে এটাই হয়। কিন্তু একশ বছর আগেও এই জিনিস ছিল, আজও আছে। আগে ব্যাপারটা বাইরে আসতো না, এখন আসে।
সবার মতামত আশা করছি ...। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।