আমাদের কথা খুঁজে নিন

   

বর্তমান



ইদানিং সবকিছুই নিয়মিত হচ্ছে । ভোর ৫টায় ঘুমোতে যায় । সকাল ১২ টায় উঠি । বিকেল ৪ টায় লান্চ । রাত ১ টায় ডিনার ।

ইচ্ছে করলেই অনিয়ম করতে পারিনা । পরিক্ষা চলছে । মিডটার্ম । একটা হয়েছে । আরো ৫ টা ।

২৩ তারিখে শেষ হবে । শেষ হলেই বাড়ি যাবো । দাদা অসুস্থ । দাদাকে সেবা করতে করতে দাদিও অসুস্থ । এই শেষ বয়সে এসে তাদের পাশে কেউ নেই ।

দুই ছেলে দুজনই আমেরিকা । এক ছেলের বউ শুধু দেশে । ১ বছর পর সেউ চলে যাবে । দায়িত্ব পড়বে নাতির উপর । আব্বু বেচে থাকলে আমার উপর দায়িত্ব আসতো না ।

আজ দুপুরে ঘুম থেকে উঠে ২০০৩ ২০০৪ ২০০৫ এর কথা খুব মনে পড়ছিলো । এখন স্বপ্ন মনে হয় । থানা রোড এর আড্ডা, গার্লস স্কুল ছুটির অপেক্ষা । নজরুল স্যার এর আতংক । আমার নতুন প্রেমে পড়া ।

নয়নের সাম্মি যাতনা । বিধানের রোমান্স । শিশিরের পাগলামি । নাজমুলের অব্যাক্ত ভালোবাসা । শিবলির মাঝে মাঝে আসা ।

তপুর গাম্ভির্য্য । সময় কতকিছু পাল্টে দেয় । সবাই এখন ভিন্ন ভিন্ন স্থানে । আমি আর তপু ঢাকা । অথচ মাসে একবারও দেখা হয়না ।

শিবলি পাবনা । নয়ন নাজমুল কুষ্টিয়া । ওরা দুজন সবথেকে ভালো আছে । শিশির পাংশা । বিধান রাজশাহি ।

তবে সুযোগ পেলেই আমার সবাই এক হয়ে আগের মত হওয়ার ব্যার্থ চেষ্টা করি । মিষ্টি মধ্যে ইদানিং একধরনের পরিবর্তন লক্ষ করছি । যখন হোষ্টেল এ ছিলো সারাদিন রাত কথা বলতে চাইতো । কিন্তু এখন আগের মত কথা বলেনা । এখন মেসে ওঠায়ে দিয়েছি ।

ওর স্কুল বান্ধবিদের সাথে উঠেছে । ভালই আছে ও । সারদিন ভার্সিটি । এসে রান্না । বিকেলে মাঝে মাঝে ধানমন্ডি ৮ ।

সন্ধায় আড্ডা । রাতে পড়াশোনা রান্না ইন্টারনেট । আর এগুলোর মাঝে আমার সাথে কথা বলা । খুবই কম আগের তুলনায় ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.