আমাদের কথা খুঁজে নিন

   

এলসিডি না এলইডি টিভি (কম বাজেটে)

একটা টিভির কেনার ইচ্ছে আছে এবং তা বেশ কিছু দিন অপেক্ষা করেছি কাউকে দিয়ে মালয়েশিয়া বা থাইল্যান্ড থেকে আনার জন্য। না পারায় এখন তা দেশে থেকেই কিনতে হবে। আমার বাজেট ৪০/৫০ হাজার প্রয়োজনে আরও ৫,০০০+ দেশের শোরুমে যে কোন মডেল অনেক দাম। তবে ঢাকার মাল্টিপ্লান সেন্টারে টিভি পাওয়া যায় এই দামে: 32" Sony CX520 দাম ৪৯,০০০/ 32" Sony BX320 দাম ৪১,০০০/ 32” Sony EX520 দাম ৬৫,০০০/ 32” Samsung D450 দাম ৪৫,০০০/ 32” Samsung D4000 দাম ৫২,০০০ কারো কি কোন ধারণা আছে তাদের টিভিগুলো মান কেমন? তারা কিন্তু বেশ জোরালো ভাষায় বলছে মালয়েশিয়ার তৈরী। সরাসরি আমদানীকৃত।

নকল প্রমানে লাখ টাকা পুরষ্কার। .......। ইত্যাদি বেশকিছু কোম্পানী আছে একই প্রডাক্ট সেল করছে। প্রায় সমান দামে। সবাই সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে।

অন্য কোন োয়ারেন্টি নয়। ট্রান্সকম এর ট্রান্সটেক টিভির মান কেমন? শোরুম প্রাইজ: ৩২" ট্রান্সটেক টিএলসিডি-৩২০২ - দাম: ৪১,৫০০ ৩২" ফিলিপ্স ৩২ পিএফএল-৩৪০৬ - দাম: ৫১,৫০০ এ দুটাই এলসিডি কারো কি কোন মতামত আছে? কোন মডেলটা ভাল? শোরুম না মাল্টিপ্লাস সেন্টার?  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.