আমাদের কথা খুঁজে নিন

   

গোপনীয়তায় আমাকেও হার মানালি

তাহার সাথে আমার সম্পর্ক আকস্মিক না।তথাপি তাহারে যে কেন মনে টানিতে পারলুম না,ইহা আমার বোধগম্য হইল না। (কখনও কাউকে নিয়ে লিখি নি।কিন্তু আজ তোকে নিয়ে না লিখে পারলুম না।খুবই তাড়াহুড়ো করে।কিন্তু এতে তোর গুরুত্ব একটু ও কম না কারন তাড়াহুড়ো করাটা আমার প্যাশন।মাঝে মাঝে তোকে আমার মিরর ইমেজ মনে হয়।তাই পুরোটা তোর জন্য এবং বাকিটা আমার জন্য) তোর চোখে আমি অশ্রু দেখেছি সত্য দেখেছি চোখের কোটরে লুকিয়ে থাকা বিষ-বাষ্প! অনুভব করেছি তোর করুন বিহগল ধ্বনি বাস্তবতার নিরীখে বিচার করতে চেয়েছি তোকে। বিপর্জস্ত মন নিয়ে কী নিশ্চল তুই!! অবাক বিষ্ময়ে তোকে দেখি___ তুই আর তোর জগত কিংবা তোর 'আমিত্ব' বিসর্জন হোস নি তুই- অশুভ কোন আমন্ত্রণে!! বরং কী না অক্লেশে___ধিক্কার দিয়েছিস পর্যুদস্ত করেছিস সব অপরিশুদ্ধ সত্ত্বাকে। তোকে নিয়ে আর ভাবতে পারি না আমি গোপনীয়তায় আমাকেও হার মানালি??

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।