আমাদের কথা খুঁজে নিন

   

সাংবাদিকের উপস্থিত বুদ্ধি ( কৌতুক )

একদিন শহরের একটি ব্যস্ততম সড়কে একটি গাড়ি দুর্ঘটনায় পতিত হলে দুর্ঘটনার স্থানকে ঘীরে চিরচারিত অভ্যাস অনুযায়ী প্রচুর উৎসুখ জনতার ভীড় জমে যায়। ঠিক এ সময় এক সাংবাদিক সেই স্থান দিয়ে অতিক্রম করছিলেন। তিনি ভীড় দেখে কাছে এসে দুর্ঘটনার সংবাদটি জানতে পারলেন এবং তিনি মনস্থির করলেন প্রথম প্রহরে সংঘটিত এরকম একটি ঘটনা তার সংবাদপত্রে কভার দিতেই হবে কিন্তু এত লোকের ভীড় ঠেলে বা ফাঁক গলে দুর্ঘটনার স্থানটির ছবি তুলবেন সেটা সম্ভব হচ্ছিল না। এ সময় হঠাৎ তার মাথায় একটা উপস্থিত বুদ্ধি খুলে যায়; তিনি তার গলার ও ফুসফুসের সমস্তশক্তি প্রয়োগ করে চিৎকার করে বলে উঠেন, "ভাইসব আমাকে ভিতরে যাবার রাস্তা দেন, আমি ভিকটিমের সন্তান!!!! তার এই বুদ্ধিটি মহুর্ত্তে যাদুর মত কাজ হলো , মুসা নবীর লাঠির ইশারায় লোহিত সাগর যেমন দুভাগ হয়ে রাস্তা প্রশারিত হয়েছিল, ঠিক তেমনি সাংবাদিকের চিৎকার শুনে জড়ো হওয়া লোকজন ফাঁক হয়ে তার ভিতরে যাবার রাস্তা করেদিল। সাংবাদিক দুর্ঘটনায় কবলিত গাড়িটির পাশে এসে দাড়ালেন এবং সামনে তাকতেই দেখতে পেলেন একটি কুকুর গাড়িটির চাকায় পিষ্ঠ হয়ে মরে পরে আছে।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.