কোন এক জলার ধারে কচুরী পানার পাতার ভেতর বেধেছি বাসা টুপটুপে বৃষ্টিতে ভিজেছি সারারাত আমরা দু'জন নিঝুম নিরালায় তোমার ডানার ভেতর আমার ডানায় পৃথিবীতে সমস্ত দিন-রাত আমরা কাটিয়েছি বছরের পর বছর এখনো আলো আর আঁধার চাঁদ আর সূর্য প্রকৃতির অপরূপ সকাল আর বিকাল খুঁজে ফিরে আমাদের পৃথিবীতে সমস্ত প্রহর, কোন এক আশ্বিনের সন্ধ্যায় উড়েছিলে আকাশে নিরালা নীড় ছেড়ে তোমাকে খুঁজি আমি বার বার ফিরে আসি জলাটির ধারে। বিকালের নদী জলে বিকালের নদী জলে ধীর পায়ে নেমে এসো হে মৎস্যকন্যা। তোমার এই আগমনে রুপালী ইলিশেরাও নেমে আসে নির্জন লোনাজলে, বিশুদ্ধ চোখ হতে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।