আমাদের কথা খুঁজে নিন

   

মুহাসাবাতুননা্‌ফস/ Self-Accountability/ আত্নজবাবদিহিতা “নিজের হিসাব নিজেই করি: প্রতিদান দিবসের হিসাবকে সহজ করি” প্রত্যকেই (খতিয়ে) দেখা উচিৎ যে আগামী কালের (প্রতিদান দিবসের) জন্য সে কি প্রেরণ করেছে। (আল-কুরআন ৫৯:১৮) তোমার আমলনামা তুমি পড়। আজ তোমার হিসাব

মুহাসাবাতুননা্‌ফস/ Self-Accountability/ আত্নজবাবদিহিতা “নিজের হিসাব নিজেই করি: প্রতিদান দিবসের হিসাবকে সহজ করি” প্রত্যকেই (খতিয়ে) দেখা উচিৎ যে আগামী কালের (প্রতিদান দিবসের) জন্য সে কি প্রেরণ করেছে। (আল-কুরআন ৫৯:১৮) তোমার আমলনামা তুমি পড়। আজ তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। (আল-কুরআন ১৭:১৪) তোমাদের হিসাব নেয়ার আগেই তোমরা নিজেরাই নিজেদের হিসাব করে নাও। তোমাদেরকে পরিমাপ করার আগেই তোমারাই নিজেদেরকে পরিমাপ করে নাও।

আজ তোমরা নিজের হিসাব নিজে করে নিলে এর মাধ্যমে কাল (হিসাবের দিবসে) তোমাদের হিসাব সহজ হয়ে যাবে। তাঁর সম্মুখে সর্ববৃহৎ প্রদর্শনীর (সকল গোপনীয়তার ফাঁস) জন্য প্রস্তুতি নাও যার নিকট তোমাদের যাবতীয় কার্যক্রম গোপন নয়। সে তোমাদের (আমলনামা) পেশ করা হবে। তোমাদের একটি বিষয়ও গোপন থাকবেনা। (উমর রাঃ – ইবনু আবিদ দুনিয়া)।

“নিজের হিসাব নিজেই করি: প্রতিদান দিবসের হিসাবকে সহজ করি” প্রত্যকেই (খতিয়ে) দেখা উচিৎ যে আগামী কালের (প্রতিদান দিবসের) জন্য সে কি প্রেরণ করেছে। (আল-কুরআন ৫৯:১৮) তোমার আমলনামা তুমি পড়। আজ তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। (আল-কুরআন ১৭:১৪) তোমাদের হিসাব নেয়ার আগেই তোমরা নিজেরাই নিজেদের হিসাব করে নাও। তোমাদেরকে পরিমাপ করার আগেই তোমারাই নিজেদেরকে পরিমাপ করে নাও।

আজ তোমরা নিজের হিসাব নিজে করে নিলে এর মাধ্যমে কাল (হিসাবের দিবসে) তোমাদের হিসাব সহজ হয়ে যাবে। তাঁর সম্মুখে সর্ববৃহৎ প্রদর্শনীর (সকল গোপনীয়তার ফাঁস) জন্য প্রস্তুতি নাও যার নিকট তোমাদের যাবতীয় কার্যক্রম গোপন নয়। সে তোমাদের (আমলনামা) পেশ করা হবে। তোমাদের একটি বিষয়ও গোপন থাকবেনা। (উমর রাঃ – ইবনু আবিদ দুনিয়া)।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।