আমাদের কথা খুঁজে নিন

   

মেঘবতীর স্বপ্ন -খেলা

পক্ষী আমার উড়াল পক্ষীবুঝলি না মোর ভাষা; দুই নয়ন মেলিয়া দেখলিভবের রং তামাশা ৪২ তম রাতের মত প্রথম রাতেও আমি প্রায় একই স্বপ্ন দেখি. অবস্য মেয়েটা তখন গান গাইছিল না, শুধু আমার দিকে অপলক তাকিয়ে ছিল .সেই নির্লিপ্ত চাহনি দেখে আমি প্রবল আতঙ্কে ঘুম থেকে উঠি. সেই শুরু. পরবর্তিতে পরিবেশ ও মেয়েটির রকমফের হয় না , শুধু কাহিনী বদলাতে থাকে . এক রাতের ঘটনা. আমি NSU থেকে MIS-105 এর MID-1 দিয়ে আসছি . শরীরে প্রবল জর নিয়ে ঘুমাতে গেলাম . "এই , আমাকে ভয় পাও কেন? আমি ভুত না পেত্নী ?গাধা কোথাকার " আমি হেসে দিলাম . মেয়েটিকে আজ অন্য রকম লাগছে . "তোমার পরীক্ষা তো সেই রকম হইসে . পুরা ফাটায় দিস . তুমি highest পাবা " " hurr , আমি হইলাম 1st semister, আর বাকিরা বহুত সিনিয়র. আর তিন number question এর answer টা তো পুরা বানায় লিকসি . কি লিকসি নিজেও বুঝি নাই ." "তুমি খুব সুন্দর করে মিথ্যা বলতে পারো. তুমি খুব ভালো করেই জানো কি লিকসো. আমি মিথ্যা বলতে পারি না. আমার সেই ক্ষমতাই নাই . জর নিয়ে বেশি tension কোরো না,জর এখনি কমে যাবে "----এই বলে মেয়েটা ছাদ থেকে লাফ দিল. ঘুম ভেঙ্গে দেখি গায়ে কোনো জর নাই . জর থাকলেই আমি বেশি খুশি হতাম . আরেক রাতের ঘটনা - " u dont need to make things more complicated" "what're u talking about?" "chess." "shut the fuck up. what do u know about chess?" "nothing. just evaluate what i"m gonna suggest." আমি খেলার প্রথম থেকে কিছু move দেখতে পারলাম , "e4-e5; k(knight)f3-kc6 bc4- & the surprising move kd4. as u know, first five moves are based on italian opening but then he broke the opening code & bluffed you.u fell right into his trap, couldn't resist your temptation & took the dangling pawn on e5" "what's wrong with that? he played a wrong move & i punished him" "don't be so obvious,asshole. cogitate, look at the black queen......" এবার আর মেয়েটি লাফ দিল না, আমি দিলাম. বিছানা থেকে ধরমর করে উঠে বসলাম.সাথে সাথে laptop স্টার্ট করলাম. আমার কানে বাজছে ,"cogitate, look at the black queen......" আমি আবার হতাশ হলাম . মেঘবতী ঠিক বলছিল .আমার চিন্তা ভুল ছিল. black Q(queen)g5 দিলে খেলা সম্পূর্ণ ওর হাতে চলে যাবে . আমি কঠিন বাস্তববাদী মানুষ. একটা মেয়ে এসে আমাকে স্বপ্নে ভবিষ্যতের কথা বলবে আর আমি আধ্যাতিক বেপার বলে তা মেনে নেব তা হবে না . ফায়াজ এর বাসায় গেলাম পরদিন .মেয়েটার সম্পর্কে খোজ খবর নিলাম . ওর নাম নিশা .mastermind থেকে A level এর exam দেয়ার কথা ছিল . জীবনে কখনো দাবা খেলেনি . suicide করার কারণ - boyfriend এর সাথে break -up .যথেষ্ট তথ্য পেলাম . একটা একটা করে কারণ বাখা করা যাক - যেদিন মেয়েটি মারা গেল,ঐদিন আমার প্রচন্ড মাথাবেথা ছিল .তার উপর সেদিন ছিল অমাবস্যা . তাই স্বাভাবিক ভাবেই মেয়েটির সাদা শাড়ি অত্যন্ত উজ্জল লাগছিল . আর এরকম ঘটনার জন্য মন প্রস্তুত ছিল না.ঘটনাটা আমার মধ্যে প্রবল চাপ সৃচ্টি করে যার প্রতিফলন ঘটে স্বপ্নে. nsu তে 1st semister এ পরার কারণে আমার তেমন বন্ধু ছিল না .তাই আপন খেয়ালে একাকিত্ব দূর করার জন্য sub consciously mind একটা character create করে যে আমার বন্ধু হিসাবে আমার confidence বাড়িয়ে দেয় .যেমন-mis এর mid 1 দেয়ার পর আমার exam চরম হয়েছে জেনেও আমি under - confident ছিলাম. মেয়েটা স্বপ্নে আমাকে ঠিক তাই বলেছে যা আমি মনে মনে বিশ্বাস করতাম . জর কমার বেপার টাও স্বাভাবিক , nsu তে 1st exam এর কারণে tensed ছিলাম এবং এইকারণেই জর আসছিল .যখন মেয়েটি সান্তনা দিল অমনি মনে হলো ,চিন্তার কিসু নাই . exam ভালো হইসে আর জর ও চলে গেল . দাবার প্রতি আমার প্রচন্ড fascination আছে , আমি দিনে ১২-১৫ ঘন্টা পর্যন্ত দাবা খেলেছি যারা ভালো দাবা খেলে তাদের মধ্যে একধরনের intuition power সৃষ্টি হয় , opponent এর বা নিজের ভুল move দেখে কোথায় যেন একটা বেল বেজে উঠে -"ঢং ঢং ঢং ". আমার চাল ভুল ছিল এই বেপার টা আমি চাল দেয়ার পরেই বুজছিলাম . অহংকারের কারণে মানতে পারি নি .মেঘবতী ঠিক তাই বলসে যা স্বাভাবিক ভাবে আমি খেলার সময় চিন্তা করি . আমি ঘুমানোর পরেও আমার ব্রেন বেপারটা ভুলে নাই এবং সেই চিন্তার ফল ই brain মেঘবতিকে দিয়ে বলিয়েছে . আজ তিন মাস হয়ে গিয়েছে .মেঘবতিকে নিয়ে আমি আর স্বপ্ন দেখি না .nsu তে নতুন friend হয়েছে . brain আর মেঘবতীর প্রয়োজনীয়তা অনুভব করছে না .কঠিন যুক্তির কাছে মেঘবতী পরাস্ত . nsu তে oscar fiesta চলছে .আমি আগ্রহ সহকারে Terrence Malick এর "TREE OF LIFe "দেখতে গেলাম . surrealistic film , মাশাল্লাহ ,ফিল্ম শেষ হওয়া পর্যট মাত্র দুইটা মানুষ হল এ ছিল ,আমি আর সামনের সিত এ বসা একজন , ফিল্ম শেষ হলো . হল এ আলো আসল . "excuse me, brad pit এর 1st ছেলেটা কিভাবে মারা গেল ?" মেয়েটি পিছনে ঘুরে আমাকে প্রশ্ন করলো . আমি যা বুজসি বললাম . ভালই . মেয়েটা অত্যধিক রূপবতী . "by the way, আমি shahriar , তুমি ?" "আমি মেঘবতী " " কে বলে শারদ শশী সে মুখের তুলা পদনখে পরে আছে তার কতগুলা " ওই চেহারা, ওই মুখের গড়ন .না , অসম্ভব !!!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।