আমাদের কথা খুঁজে নিন

   

গুগল ক্যাশ - এখন থেকে ইন্টারনেট থেকে ডিলিট করে দেওয়া কন্টেন্টও দেখুন গুগল ক্যাশের সাহায্যে

বুকে জমা ---- দীর্ঘশ্বাস কারাগারের গরাদে মাথা কুটে মরা আমার বাক স্বাধীনতা । শোষকের ভয়ে বিনীত- কাপুরুষের মতো -- জীবন যুদ্ধে পরাজিত আমরা। গুগল ক্যাশ এক অসাধারণ ব্যাপার। এর সাহায্যে আমরা যেকোনো ডিলিট করে দেওয়া ওয়েবপেজ দেখতে পারি। ব্লগ বা পত্রিকা থেকে ডিলিট হয়ে যাওয়া কন্টেন্ট - যখন খুশি তখনি আমরা দেখতে পারি।

কাল দেখলাম- অনেকেই প্রথম আলোর সে গল্প দেখার জন্য হা হুতাশ করছেন। তখনি বুঝলাম- অনেকেই এ বিষয়ে জানে না। জানলে ঠিকই গুগল ক্যাশের সাহায্যে দেখে নিতো। এখন আমি আপনাদের সে বিষয়েই বলব । কিভাবে ডিলিট হয়ে যাওয়া কন্টেন্ট দেখতে পারবেন।

সার্চ জায়ান্ট গুগল সার্চের সুবিধার জন্য প্রতিনিয়ত অসংখ্য পেজের স্নেপশট নেয় এবং সেগুলো তাদের সার্ভারে জমা রাখে। এই জমা রাখা স্নেপশটই হল গুগল ক্যাশ। স্নেপশট নেয়ায় ডিলিট হয়ে যাওয়া--সাইটের তথ্যও আপনি পেতে পারেন। সাইটের এডমিন ডিলিট করে দিলেও!! গুগল ক্যাশের ব্যাবহার প্রধানত তিন কারণে--- ১- ইন্টারনেট কানেকশনে সমস্যা। ২- স্লো সার্ভার( পেজ লোড হতে বেশি সময় নেয়) ৩-ডিলিট করে দেওয়া কন্টেন্ট দেখতে ।

ব্যাবহার -- ২ টা পন্থায় আমরা এটা ব্যাবহার করতে পারি। প্রথম পন্থাঃcache:link লিখে সার্চ দেওয়া । অর্থাৎ - প্রথম আলোর বা ব্লগের যেকোনো পোস্ট ডিলিট হয়ে গেলে প্রথমে গুগলে ঢুকুন। সার্চ বক্সে cache: লিখে লিঙ্ক টা পেস্ট করে দিন। অর্থাৎ- 'টিভি ক্যামেরার সামনে মেয়েটি' এই লেখাটির লিঙ্ক কপি করুন ।

এবং গুগলের সার্চ অপশনে গিয়ে- cache:www.prothom-alo.com/detail/date/2013-04-13/news/344709 লিখুন। তাহলেই , আপনাকে গুগল সেই পেজে নিয়ে যাবে। সেই পেজে যাওয়ার পর- কি মজা তাই না? এইবার আসুন ২য় পন্থায়ঃ হয়তো আপনি লিঙ্কটা জানেন না। শুনছেন উড়া উড়া । শুধু শিরোনামটা মনে আছে।

তাইলেই হবে-- গুগলে যান তারপর শিরোনামটা বা তার আংশিক লিখে সার্চ করুন। যেমনটা আমি করেছিলাম। আমার গল্পটির নাম পুরোপুরি মনে ছিলো না। আমি সার্চ করেছিলাম ""টিভি ক্যামেরার মেয়েটি "" নামে। তাতেই গুগল মামা আলাদীনের চেরাগের দৈত্যর মতো সঠিক তথ্য নিয়ে হাজির হয়ে গেলো।

আর আমি -- উপরের ছবির মতো গুগল ক্যাশ থেকে তথ্য বের করে নিলাম । >> মার্কটিতে ক্লিক করলাম। আর পাশের মেনু থেকে Cached এ ক্লিক করলাম। সাথে সাথে আলাদীনের দৈত্য ( গুগল মামু )মতি কাকুর ডিলিট করে দেওয়া গল্প নিয়া হাজির। আমিও গল্পটা পড়ে নিলাম ।

আর- আমি মইত্যারে টুট টুট সেন্সরড মার্কা গালি দিলাম। ____________________________________________________________________ এছাড়া যে কারণে , গুগল ক্যাশ ব্যাবহার হয় --তা হলঃ অনেক সময় অনেক সাইট লোড হতে অনেক সময় নেয়। আবার , লোডও হয় না। কারণ তাদের সার্ভার স্লো। সে সময় আমাদের জরুরি ভাবে তথ্য পাওয়া প্রয়োজন।

সেসময় আমরা উপরের স্টাইলে ইউজ করতে পারি। শুধু cache: লিখে প্রয়োজনীয় লিঙ্কটা সার্চ অপশনে পেস্ট করে দিতে পারি। এর কারণ গুগল সার্ভার পৃথিবীর সবচাইতে ফাস্টগুলোর মধ্যে অন্যতমও। ----------------------------------------------------------------------------- নো সাইবার বাউন্ডিংস । সাইবার ওয়ার্ল্ড ইজ ওপেন ফর অল।

সাইবার দুনিয়া হোক সবার জন্য উন্মুক্ত। বিশেষ দ্রষ্টব্যঃ ব্লগও এর ব্যতিক্রম নয়। তাই যা লিখবেন , তা সাবধানে লিখবেন। লেখা আপনি বা মডারেটররা ডিলিট করে দিলেই ডিলিট হয়ে যায় না। ঠিকই রেকর্ড থেকে যায়।

বিশ্বাস না হলে- আপনার ডিলিট করে দেওয়া যেকোনো পোস্ট গুগল ক্যাশের সাহায্যে দেখতে পারেন। আবারো , বলছি --- যা লিখবেন -- সাবধানে লিখবেন।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.