আমাদের কথা খুঁজে নিন

   

গুগল নিয়ে আসলো শতাব্দীর সবচেয়ে বড় প্রযুক্তি - গুগল চশমা

প্রতিটি রাতে স্বপ্ন দেখি একদিন সব আমারই হবে, আজ না হলেও কাল তো ঠিকই যারা নিয়মিতভাবে বৈজ্ঞানিক কল্পকাহিনীর উপন্যাস পড়েন তাদের এমন হেলুসিনেশন হতেই পারে যে চোখে পড়ে আছেন সাদা চশমা আর মন্ত্রমুগ্ধ হয়ে দেখছেন সমুদ্র। মন চাইল কষ্ট করে ক্যামেরা না এনে এভাবেই একটি ছবি তুলতে। কিংবা ধরুন আছেন ষ্টেডিয়ামে হঠাৎ কিছু বুঝে উঠার আগেই গোল হয়ে গেল। মনে হতে পারে ইশ যদি দেখতে পারতাম আবার। বা চশমাটা যদি হতো একটা ক্যামেরা তাহলেই তো গোলটা আবার রিপ্লে দেখা যেত।

সাইন্স ফিকশনের সেসব কল্পকাহিনী এবারে সত্যি হতে যাচ্ছে গুগলের কল্যানে। কিছু দেখছেন? মনে হলো দৃশ্যটার ছবি নিতে চাই। উপরের ছবির মতো শুধু শুধালেই হয়ে যাবে। এই চশমা আপনাআপনি ছবি তুলে নেবে। কোন নাচের অনুষ্ঠান দেখছেন? রেকর্ড করতে চান? রেকর্ড করার ইন্সট্রাকশন দিলেই হবে।

ব্যস হয়ে যাবে। সূর্যের দিকে তাকিয়ে ভাবছেন কয়টা বাজে? উত্তর তো আপনার চোখের সামনেই। অপিরিচিত রাস্তা? কোন সমস্যা না। গুগল ম্যাপসের সাহায্য নিয়ে আপনার এই আলাদীনের চশমাই আপনাকে নেভিগেশন করে দেখিয়ে দেবে আপনার গন্তব্যস্থল। ভাবছেন সামনের ব্রিজটা কত বড়? এর দৈর্ঘ্য বা উচ্চতাই বা কত? ভাবতে ভাবতেই উত্তর আপনার চোখের সামনে বিদেশে ভ্রমনে আছেন? জানা দরকার সেখানকার স্থানীয় ভাষা।

মুহূর্তেই অনুবাদ হয়ে যাবে লোকাল ভাষায়। গুগল ট্রান্সলেটরের সাহায্য নিয়ে আপনার চশমাই বলে দেবে। তথ্য জানা দরকার কখন আপনার ফ্লাইটটি ছাড়ছে? কষ্ট করে আর গুমরামুখো রিসিপশনিষ্টকে এক্সকিউজ মি বলার দরকার নেই। চশমাই আপনাকে জানিয়ে দেবে আপনার ফ্লাইটের সময়সূচি। এত কিছু? ভাবতেই অবিশ্বাস্য মনে হচ্ছে।

না গুগল এবারে সত্যিই রিভোলিউশন করে ফেলবে। অবশ্য গুগল এখন এটি পরীক্ষামূলকভাবে বাজারে ছাড়তে যাচ্ছে। সুতরাং সবাই এটি এখনই পাচ্ছে না। তবে এটি পেতে হলে আপনাকে গুগলে একটি দরখাস্ত করতে হবে। আগামী ২৭ শে ফেব্রুয়ারী পর্যন্ত নেয়া হবে এ দরখাস্ত।

গুগল আপনার দরখাস্ত পর্যালোচনা করে আপনাকে জানিয়ে দেবে আপনি বহুল আকাংখিত এই চশমা চোখে দিতে পারবেন কি না। দরখাস্ত পাবার নিয়মাবলী: এটি পেতে হলে আপনি অনুর্ধ ৫০ শব্দের মধ্যে একটি আবেদন করবেন আপনার গুগল প্লাস বা টুইটারের একাউন্টর মাধ্যমে। চাইলে এর স্বপ্বক্ষে একটি ১৫ সেকেন্ডের ভিডিও আপলোড করতে পারেন। দরখাস্তটির সাথে ৫ টি ছবি যোগ করে দিতে পারেন। আপনাকে অবশ্যই ১৮ বছরের উপরে হতে হবে।

মোটকথা দরখাস্তে আপনাকে প্রমান করতে হবে আপনি তাদের পরীক্ষামূলক কর্মসূচীতে চশমাটার সর্বোচ্চ ব্যবহার করতে পারবেন। Click This Link target='_blank' >দরখাস্ত করতে এখানে ক্লিক করুন ইউটিউব লিংক - গুগল গ্লাস সর্বশেষ, দুঃখজনক হলো চশমাটির জন্য এ মূহুর্তে শুধুমাত্র মার্কিনীরাই আবেদন করতে পারবেন। সুতরাং পোষ্টটি কেবল যুক্তরাষ্ট্রে বসবাসরত ব্লগারদেরই কাজে লাগছে। আপনারা কেউ পেলে আমরা কেবল আপনাদের অভিজ্ঞতার কথাটাই জানতে পারবো। আর এটি জানাতে ভুল করবেন না প্লিজ।

ধন্যবাদ সবাইকে।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.