আমাদের কথা খুঁজে নিন

   

এক্যুরিয়াম, শখের জগতে উজ্জল নক্ষত্র

শেকড়ের সুর শখ ! কত বিচিত্রই না হয়ে থাকে মানুষের শখ। কুকুর, বিড়াল, নানা ধরণের পাখি সহ নানা জীব জন্তু মানুষ শখ করে বাড়িতে পুষে থাকেন। বাগানও করেন অনেকে। মুদ্রা, ডাকটিকিট সংগ্রহ এসব ও বাদ যায় না শখের তালিকা থেকে। মানুষের শখের কোন শেষ নেই।

মাছ পোষা ও এক ধরনের শখ। যারা মাছ এক্যুরিয়াম এ পুষেন তাদের ইংরেজীতে বলে AQUARIST আমাদের দেশে এখন অনেককেই এক্যুরিয়াম এ মাছ পুষতে দেখা যায়। তবে আমাদের দেশে এ প্রসঙ্গে খুব বেশি একটা বই খুজে পাওয়া যায় না। তাই অনেককেই দেখা যায় নানা সমস্যার সম্মুখীন হতে। প্রয়োজনীয় জ্ঞানের অভাবে অনেকে হারিয়ে বসে তার শখের মাছগুলোকে।

আমাদের দেশে যে বই সমূহ পাওয়া যায়, তার অধিকাংশই ইংরেজীতে। তাই, অনেক সমস্যার ও সম্মুখীন ও হতে হয়। বাংলাতে বই আমাদের দেশে প্রকাশিত হয়েছে কিনা, তা বলা মুশকিল। আমি গত ১২ বছর যাবৎ এ শখের সাথে জড়িত আছি। আমি নিজেও অনেক সমস্যার সম্মুখীন হয়েছি।

নানা চড়াই উৎড়াই পেড়িয়ে আমি অনেক অভিজ্ঞতা লাভ করেছি। আমার শখকে শক্ত একটা অবস্থানে এনে দাড় করিয়েছি। আমার উদ্দেশ্য, সেই সব শৌখিন মানুষদের সহযোগীতা করা যারা এক্যুরিয়াম বা এক্যুরিয়াম এর মাছ সংক্রান্ত নানা সমস্যার সম্মুখীন হয়। আপনারা আমাকে আপনাদের যে কোন সমস্যার কথা লিখে জানান, আমি আমার সাধ্য মত আপনাদের সহযোগীতা করার চেষ্টা করব। শুধু তাই নয়, নতুন করে কেউ যদি এই শখের সাথে সম্পৃত হতে চান, আমি আমার সবটুকু অভিজ্ঞতা দিয়ে আপনাকে সহযোগীতা করব।

ধন্যবাদ । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।