আমাদের কথা খুঁজে নিন

   

‌" যেখানে সীমান্ত একাকার"

প্রত্যেকটি সাধারন মানুষের মত আমিও একজন সাধারন মানুষ। তবে নতুন কিছুতে সব সময়ই আগ্রহী আমি আমার, আমাকে যখন হারিয়ে ফেলি অন্যকারো মাঝে। তখন আমার আপন সত্ত্বা বলে কিছু থাকে না। কারন যার কাছে আমার আমিকে হারিয়েছি সে শুধু আমার কাছ খেকে গ্রহন করবে কখনও বর্জন করতে চাইবে না। এই প্রসঙ্গে ছোট একটি গল্প বলি, আমার বড় ভাই আজ থেকে ৫ বছর আগে সাথী আক্তারেকে ভালবেসে বিবাহ করে।

বিবাহের পূর্ব থেকে ভাইয়া ভাবির সাথে প্রণয় সর্ম্পক গড়ে তোলে। তার পর পরিনয় সে সময় থেকে তার সম্পূর্ন সত্ত্বা ভাবির মাঝে বিলিন করে দেয়। এখন বউয়ের কথায় উঠে আর বসে। মা বাবাকে দেখাতো দূরের কথা নিজেকে দেখার সময়ও পায় না। তেমনি আরও আনেক ঘনটা পৃথিবীতে আছে।

ধরুন আমরা জনগন সরকারকে আমাদের সত্ত্বা বিলিন করে দিয়ে আমাদের প্রতিনিধি নির্বাচন করি। যথনই তারা আমাদের সত্ত্বার আধিকার পেয়ে যায় তখনই তারা আমাদের ভুলে যায়। যেমন কোন ধরনের দু:খ ঘটনার ফলে কেউ মারা গেলে বলে আল্রার মাল আল্রাহ নিয়া গেছে, যেন তাদের কোন দায় বদ্ধাতা নেই। বর্তমান সরকারের মন্ত্রীসভা যে কাজ করছে তার তুলনা হয়না। বাঙালি আজ জার্মান জাতির মত এক হতে পারছে না এর মূল কারন আমরা সঙ্কর জাতি।

যদিও কথাটি বলতে আমার বিবেকে বাধে তার পরও চরম সত্য কথাটি বলতে হয়। আমদের রক্তে ঐক্যতা বলে কিছু নাই। এখানে প্রশ্ন আসতে পারে যে,১৯৭১ সালে কিভাবে আমরা এক হলাম। সেসময় যে জিনিসটা কাজ করেছে তাহল ঔপনিবেশিক শক্তির হাত থেকে নিজেদের রক্ষা করা। এই কথা সত্য যে আমাদের দেশে ইউরোপীয় দেশের মত সামাজিক আন্দোলন গড়ে উঠে নি, যেখান থেকে মানুষ শিখবে সমাজের প্রতি তার কি কর্তব্য এবং সমাজে থেকে সে কি পেতে পারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।