আমাদের কথা খুঁজে নিন

   

ট্যাবলেট পিসির হালচাল

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই একটা সময় ট্যাবলেট বলতেই মনে হতো স্যামসাং গ্যালাক্সী ট্যাব। আ্যাপেল আর স্যামস্যাং এর দামী ট্যাব দেখে দামের কারনে আফসোস করা ছাড়া আর কিছুই করার ছিলো না। পরবর্তীতে আইনল সহ বেশ কিছু ব্যান্ড বাজারে আসে যে গুলোর সমস্যা ছিলো মোবাইল সিম সাপোর্ট করে না। এরফলে যেখানে সেখানে নেট ইউজ করা যেতো না। বরবরাবরের মতোই সিম্ফনী দুটি ট্যাবলেট নিয়ে আসে বাজারে যেদুটির দাম ছিলো নাগালের মধ্যে এবং মোবাইল সিম সাপোর্ট করতো।

ফলে ব্যাপক চাহিদা তৈরী হয়। মুহুর্তে তাদের প্রোডাক্ট শেষ হয়ে যায়। পরবর্তীতে তারা আর ট্যাবলেট আনে নাই, শোনা যাচ্ছে আনবেও না। মাঝে প্রায় ২ মাস বিরতির পরে বাজারে আবার ট্যাবলেট এর আনাগোনা শুরু হয়েছে। বেশ কিছু সিম সাপোর্টেড ট্যাবলেট এসেছে।

আরো আসার খবর শোনা যাচ্ছে। দামও যথেষ্ট সহনীয়। ট্যাবলেট এর হালহকিকত জানতে http://www.tabletbd.com/ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।