আমাদের কথা খুঁজে নিন

   

লেনোভো অল ইন ওয়ান ট্যাবলেট

ডিভাইসটি নিয়ে প্রকাশিত এক ভিডিওতে লেনোভো দেখিয়েছে, এতে একসঙ্গে কয়েকজন আলাদাভাবে একই পর্দায় ছবি কিংবা ভিডিও দেখতে পারে।
ইনটেলের কোর আই৭ প্রসেসরের কম্পিউটারটি চলবে উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমে। ১৯.৫ ইঞ্চি পর্দার কম্পিউটারে মাল্টি-টাচ ডিসপ্লে এবং এইচডিডি বা এসএসএইচডি স্টোরেজ ব্যবহার করা যাবে।
গিজম্যাগ জানিয়েছে, অপটিক্যাল গেইমিংয়ের জন্য টাচ স্ক্রিনের উপর একটি ইলেকট্রিক ডাইস, একটি জয়স্টিক এবং স্ট্রাইকার ব্যবহার করে ভিডিও গেইম খেলা যাবে। এছাড়া একসঙ্গে ১০টি আলাদা পয়েন্টে আলাদাভাবে টাচ করে কমান্ড দেওয়া যাবে।

মাল্টি ইউজার সুবিধা থাকায় এতে কয়েকজন মিলে একই সঙ্গে খেলা যাবে ভিডিও গেইম।
ফ্লেক্স ২০ কম্পিউটারে চতুর্থ প্রজন্মের কোর আই৭ প্রসেসর ছাড়াও ডিডিআর৩ আট জিবি র‌্যাম রয়েছে। এর হার্ডডিস্কের ধারণক্ষমতা ৫০০ জিবি। সঙ্গে থাকছে, দুইটি ইউএসবি ৩.০ পোর্ট, সিক্স ইন ওয়ান মিডিয়া কার্ড রিডার, ব্লুটুথ ৪.০ ওয়্যারলেস কানেক্টিভিটি।
৯০০ ডলারে ওয়াইফাই সুবিধাসহ ‘লেনোভো ফ্লিক্স ২০’ এ মাসের শেষ নাগাদ বাজারে পাওয়া যাবে।


সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.