আমাদের কথা খুঁজে নিন

   

সুস্বাদু ইফতারের আইটেম।

exclusive চলছে রমজান। নানা আইটেমের ইফ্তার রান্নায় সবাই ব্যাস্ত। আজ আমি আপনাদেরকে ইফ্তারের আইটেম শেখাব। যা যা লাগবেঃ ১। ছোলা - আধা কেজি ২।

গরুর পায়া - ৪ টি ৩। চিংড়ি মাছের কলিজা - ১৮টি ৪। মুরগী ধোয়া পানি - আধা লিটার ৫। খেজুরের রস - আধা কেজি। ৬।

বেসন ৭। রসুন,পেয়াজ,মরিচ ইত্যাদি রন্ধন প্রনালীঃ --------------------- প্রথমে প্রত্যেকটা ছোলার খোসা ছাড়িয়ে নিন। এবার এগুলো গরুর পায়া সহ একটা ডেকচিতে ৩ ঘন্টা সিদ্ধ করুন। আরেকটা পাত্রে খেজুরের রস ৩ঘন্টা সেদ্ধ করুন। আরেকটা পাত্রে চিংড়ি মাছের কলিজা ৬ ঘন্টা সিদ্ধ করুন।

আরেকটা পাত্রে সব গুলো একত্রে মিশিয়ে ১২ ঘন্টা সিদ্ধ করুন। এবার সবকিছু একটি পাত্রে নিয়ে উপরে হালকা মুরগী ধোয়া পানি ছিটিয়ে দিন। রান্নাটা হয়ে এলে বেসন,পিয়াজ,মরিচ সব জানালা দিয়ে ফেলে দিন। বাস,হয়ে গেল সুস্বাদু ইফতারের আইটেম। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.