আমাদের কথা খুঁজে নিন

   

সামুর মডুরা কি ঘাস খায় নাকি?? কচি দুর্বা ঘাস !!

i am very simple ব্লগার বলতে ঠিক যে জিনিস টা বোঝায় আমি সেই পর্যায়ে এখনও পৌছাই নি । পৌছানোর সম্ভাবনাও খুব আছে বলে মনে করি না । তবে একটা কথা কেবলই জানতে ইচ্ছা করে ? সামুর মডারেটররা আসলে কি করে ? ঘাস খায় নাকি? আমার তো মনে হয় ঘাসই ঘায় ! কচি দুর্বা ঘাস ! ব্লগ টা কে তো আর ব্লগ রাখে নি । একটা নিউজ পেপার বানিয়া ফেলেছে । ব্লগারদের তো কাজই পোষ্ট দেওয়া ! তারা তো দিবেই । কিন্তু মডুদএর দায়িত্ব হল সেই লেখা গুলো বাছাই করা । ভাল আর মৌলিক লেখাগুলো প্রথম পাতায় নিয়ে আসা !! যে লেখা গুলো কপি পেষ্ট করা, সে যেখান থেকেই হোক না কেন, পত্রিকা থেকে হোক আর অন্য কারো লেখা থেকে হোক সেগুলো রিমুভ করা ! তারপর যারা এই রকম কাজ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ! কিন্তু ভাবতে অবাক লাবে কপিপেষ্ট কারা লেখা মহান মডু সাহেব নির্বাচিত পাতায় নিয়ে এসেছে ! আজ প্রথম আলোতে প্রকাশ পাওয়া একটা প্রতিবেদন একদম হুবাহু কপি করা সেইটা এখনও প্রথম পাতায় শোভা পাচ্ছে ! যেখানে কতশত মৌলিক লেখা এবং মান সম্মত লেখার দিকে মডুদের চোখ পড়ে নি সেই সেখানে কপি করা লেখা দিকে মডুদের চোখ পড়লো !! কাল সারাদিন ব্লগে এসে মেজাজটা খারাপ হয়ে গেছে ! মোটামুটি ৫০টা পোষ্ট হয়েছে পত্রিকা থেকে কপি পেষ্ট ! আর সব থেকে মেজাজ গরম করার বিষয় হল তার ভিতর থেকে কিছু লেখা মডুরা প্রথম পাতা নিয়ে এসেছে ! এক ব্লগার হুমায়ুন আহমেদ কে নিয়ে পত্রিকার একটা লেখা কালকে নিয়ে মোটামুটি ১২ বার পোষ্ট করেছে । একই লেখা ১২ বার ! আর আমাদের মহান মডু সেই লেখাটাও প্রথম পাতায় নিয়ে এসেছে !! তাহলে এই হল আমাদের সামু ব্লগের মহান মডু !! সত্যি সত্যি তারা ঘাসই খায় । প্রতিদিন কচি দর্বা ঘাস খায় আর ঘাস খেয়ে মডারেটরের দায়িত্ব পালন করে ............

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.