আমাদের কথা খুঁজে নিন

   

সামুর মডারেটররা কি লক্ষ্য করেছেন__ ‘সামুর হিট পোস্টের সংখ্যা কমে গেছে’

বিশ্বের নিপীরিত মানুষের শত্রু একটাই এবং তদের ধরন একই, এরা রয়েছে অনেক দূরে। এই শত্রুরা রয়েছে যেখানে থেকে পুঁজিবাদী এলিটদের জন্ম, যেখান থেকে এরা সরকার প্রধানদের ব্যাবহার করে তাদের শক্তি প্রেরণ করে, আর ঐ সরকাররা তাদের তাঁবেদারি করে লাভবান হয়। গত এক সপ্তাহে সামুর হিট পোস্টের সংখ্যা কমে গেছে। এর কারণটা কি ভালো পোস্ট ব্লগাররা পোস্ট করছেন না? ব্যাপারটি মোটেও তা নয়। এর কারণ হলো বর্তমান সামহোয়্যারের প্রথম পেজের বিকৃত ক্রমবিকাশের কারণে।

সকল পোস্ট ও নির্বাচিত পোস্ট প্রথম পেজের কারণে সব ধরনের পোস্ট এক পেজে এসে জমা হচ্ছে। ফলে প্রথম পেজে একটি পোস্ট আধা-ঘন্টার বেশিক্ষণ থাকতেই পারছে না। যেখানে আগের ঝঞ্ঝাট মুক্ত প্রথম পাতা এখন একটি জঙ্গলে পরিনত হেয়েছে মাত্র। এর ফলে পাঠকেরা অনেকেই দ্বিধায় আছেন কারণ সামুতে সবাই সব পোস্ট পড়ে না কেউবা পড়েন রাজনৈতিক পোস্ট গুলো; কেউবা বিনোদন আবার কেউ পড়েন ইতিহাস ও ঐতিহ্যের উপরে যে সমস্ত পোস্ট আসে সেগুলো। কিন্তু প্রথম পেজকে দুই ভাগে বিভক্ত করে পাঠকেরা বিষেশত ভিজিটরেরা যেমন নাস্তা-নাবুদ হচ্ছেন তেমন ব্লগারদের সব যেকোন ধরনের অনেক ভালো ও সুন্দর পোস্ট হওয়া সত্বেও নির্বাচিত অংশে যেতে পারছে না ফলে হিট পোস্টের সংখ্যা নেহায়েত কমতে শুরু করেছে।

যে পোস্ট গুলো আগে হাজার দুয়েক বার পঠিত হতো এবং এক দেড়শো লাইক আসতো সেগুলো কমতে শুরু করেছে। এর একমাত্র কারণ হচ্ছে প্রথম পেজের বিভক্তি। সকল পোস্ট ও নির্বাচিত পোস্ট। এভাবে চলতে থাকলে সামু খুব দ্রুত বিপুল সংখ্যক ভিজিটর হারাতে পারে সাথে পুরোন ব্লগারও। এ থেকে বের হয়ে আসার একমাত্র উপায় হলো এই যৌগিক প্রথম পাতাকে ঝেড়ে ফেলে পুরোন প্রথম পাতা নিয়ে আসা।

এই কথা প্রথম থেকে অনেক ব্লগারই বলে আসছিলেন। যদিও সামু টিম জানে কিসে তাদের ব্লগকে আরো ভালো ও আরো জনপ্রিয় করা যায়। কিন্তু তারপরও প্রথম পেজের ব্যাপারটি সাম কতৃপক্ষকে একটু ভেবে দেখার আমন্ত্রণ জানালাম। জেনারেল ব্লগারদের পোস্ট প্রথম পাতায় আসাতে আমার কোন আপত্তি নাই কিন্তু আমার মন্তব্য প্রথম পাতা একটি হলেই সামুকে বরঞ্চ জঙ্গল মুক্ত দেখাবে। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.