আমাদের কথা খুঁজে নিন

   

Banglalion, ঠিক হয়ে যাও, নাইলে পালানোর time পাবা না :@

:) মাসে ৩০ দিন, তার মধ্যে মনে হয় ১০ দিন ই বাংলালায়ন এর কোন না কোন ঝামেলা থাকে। আগে তো তাও নেট এর লাইন থাকত(স্লো), আর এখন তো পুরাই disconnect. আর তারপর, একটা করে মাসেজ। ফাজলামির যে নজির বাংলালায়ন দেখাইল, তাতে আমাদের ধৈর্যের বাঁধ অনেক আগেই ভেঙ্গে গেসে। এখন ধার করা ধৈর্যে চলতেসে। তবে এই ধার করা বাঁধ ও যদি ভেঙ্গে যায়, তাহলে আমাদের বাংলালায়ন এর খবর আর কেউ পাবে না।

না ভাই এটা আমার কথা না, ফেসবুক এ দেখলাম, আমার মত অনেক মানুষ ই ক্ষেপে আসে। অনেক এ ভাঙচুর করার করার জন্যও অপেক্ষার প্রহর গুনতেসে। আমরা অনেক টাকা দিয়ে ইন্টারনেট এর লাইন নেই, তার মধ্যে যদি connection না থাকে, আর একটা মেসেজ দিয়েই বাংলালায়ন খালাস হয়, তাইলে তাদের দোকান গুলা ভাঙচুর করায় আমি বিশেষ দোষ দেখি না। মাস শেষে টাকা কিন্তু নিতে বাংলালায়ন এর technical প্রবলেম হয় না, technical প্রবলেম হয় connection দিতে। অনেক student আছে যারা অনেক কষ্ট করেই ইন্টারনেট নেয়।

কষ্টের এই টাকার দাম কে দিবে? তাই বাংলালায়ন এর এই ফাজলামি আর মেনে নেয়া যাচ্ছে না। কিছু করা দরকার। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।