আমাদের কথা খুঁজে নিন

   

BanglaLion এর ফান্দে ধরা পরছি

অজানা অভিযানে অচিন পথের পথিক

অনেক আশা কইরা BanglaLion-128kbps unlimited line নিলাম। ৩ সপ্তাহে 6GB এর মত download করলাম 14-16 KB speed-এ। Customer care থিকা বারবার High data usage এর মেইল আশা শুরু হইলো। তার ৩-৪ দিন পর speed 2KB-এ নামলো। speed আর উঠার নাম নাই।

এখন না browsing করা যায়, না download করা যায় এমন অবস্থা। Screenshot add করলাম। ব্যাটারা unlimited এর নামে বাটপারি শুরু করছে। অন্যদিকে পরিচিত একজনের কাছে শুনলাম QUBEE 256kbps unlimited দিয়া ১ মাসে 50GB download করছে। দোকানদারেরা কেনার সময় hidden download limit বা fair usage policy এর ব্যপারে কিছুই কয় না।

পরে ইউজ করতে গেলে ঠেলা বুঝা যায়। Unlimited এর নাম এহেন প্রতারণার মানে কী? তাই ভাইজানেরা সাবধান!!!!!!! BanglaLion নেওয়ার আগে ভালোভাবে চিন্তা ভাবনা কইরা decision নিয়েন। নাইলে পুরা ধরা। Screenshot -এ BanglaLion Software -এ download rate 23kbps আর IDM -এ 4KBps দেখাইতেছে।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।