আমাদের কথা খুঁজে নিন

   

যারা কথায় কথায় বলেন," বাঙালী'র কখন উন্নতি হবে না।" তাদের জন্য কিছু কথা!!

"যদি তুমি হার টাকে মেনে নিতে না পার,তাহলে জিতের চেষ্টা ও কর না। " আসসালামুয়ালাইকুম, আমরা বাংলাদেশি। আমাদের দেশ স্বর্ণের দেশ। এ দেশের সম্ভাবনা অপার। ১৯৭১ সালে ই আমরা সমগ্র বিশ্ব কে দেখিয়েছি আমরা কি পারি।

কিন্তু এই দেশের ই তথাকথিত সুশিল,বুদ্ধিজিবি সমাজের মানুষ আছেন যারা সব সময় ই বলে থাকেন যে আমাদের উন্নতি আদৌ সম্ভব ন্য। এইসব লোকদের কে সম্মান দিয়ে তাদের উদ্দেশে আজকে আমার কিছু কথা। ভুল ত্রটি হলে ক্ষমা করে দিবেন। সাল ১৯৫২,আমাদের বলা হল যে আমাদের মুখের প্রাণপ্রিয় মাতৃভাষা বাংলাকে কেরে নেয়া হবে আমাদের থেকে। কিন্তু,আমরা ত আর মাথা নোয়াতে শিখি নাই।

আমাদের ছেলে রা,দেশের সর্বস্তরের সব মানুষ জেগে উঠল এই দাবি নিয়ে যে,"রাষ্ট্রভাষা বাংলা চাই। " এই নিয়ে পুরান কথা আর নাই বা বললাম। কথার সারমর্ম হচ্ছে, ভাষার জন্য আমরা যা করেছি কোন পশ্চিমা জাতি অথবা অন্য কেও ই এরকম কিছু করতে পারে নাই,সহজ বাংলায় ওইটা করার মত যোগ্যতাটা শুধু বাংলাদেশি দের ই আছে। সাল ১৯৭১, পৃথিবীর কোন জাতি ই আমাদের মত এত দুর্বল অবস্থান নিয়ে এবং এত অনুন্নত অস্ত্রশস্ত্র নিয়ে বিজয় ছিনিয়ে এনেছে কিনা তা আমার জানা নাই। এইখানে ও আমরা সবার থেকে এগিয়ে।

আমাদের দেশ এ যখন কোন মানুষ খারাপ অবস্থায় থাকে,তখন অনেক মাটির মানুষ আছে যারা নিঃস্বার্থ ভাবে এগিয়ে জান তাদের পাশে। পশ্চিমাদের মত আমরা বলি না যে তার যা হবার হোক আমার কি। রাস্তায় যখন কোন গরিব কে দেখি,কিছু পারি আর না পারি। আমরা মন থেকে অন্তত তার প্রতি সহানুভূতিটুকু প্রকাশ করি। দেশ এর যখন কোন দুর্যোগ আশে তখন আমরা একত্রিত হয়ে তা শেষ করে দেই চোখের পলকেই।

উদাহারন, সিডর ২০০৭,ভারত বাংলাদেশ সাইবার যুদ্ধ ২০১২,প্রত্যেক শীতকালে আমাদের ছেলেদের উত্তর বঙ্গের মানুষের জন্য শীতবস্ত্র যোগার। আরও অনেক অনেক উদাহারন। সম্প্রতি বাংলাদেশ কে সমগ্র পৃথিবীর মদ্ধে তথ্য প্রযুক্তি খাতে সেরা দশ সম্ভাবনার মদ্ধে একটি বলা হয়েছে। আমাদের দেশের ছেলেরা বাইরের দেশের অনেক বড় বড় প্রতিষ্ঠান যেমন-Apple,Microsoft,NASA,NYPD,LAPD,Interpole এ দাপটের সহিত কাজ করে যাচ্ছে। আমদের আছে রবীন্দ্রনাথ এর মত বিশ্বসেরা কবি।

নজরুলের মত বিদ্রোহী কবি। আমাদের আছে জসীমউদ্দিন,আমাদের আছে মধুসূদন। আমাদের আছে হুমায়ুন আহমেদ এর মত কালজয়ী লেখক। আমাদের আছে কাজি আনোয়ার হোসেন এর মত থ্রিলার লেখক। রয়েছে জগদীশ চন্দ্র বসু'র মত বিজ্ঞানী।

রয়েছে ওয়াজেদ মিয়া'র মত সেরা পরমানুবিদ। আমাদের দেশের মাটি সোনার মাতি। পৃথিবীর আর কোন দেশ এ আমাদের মাটির মত এত উর্বর মাটি আছে বলে আমার জানা নাই। আমাদের আছে বঙ্গপসাগর এর মত বিশাল জলরাশি। নদীমাতা দেশ এর নদী গুল মাছের আর আমিষ এর বিশাল এক সমারোহ।

বিজ্ঞানী রা বলেন আমরা ভাসছি গ্যাস এবং তেলের উপর। আমাদের আছে পৃথিবীর সবচেয়ে বড় সুমদ্র সৈকত। আমাদের দেশ এর মানুষ দেশ কে ভালবাশে। আরে মানুষে মানুষে আর গোত্রে গোত্রে ত পৃথিবীতে এমন কোন জায়গা নেই যেখানে বিরোধ নেই,সংঘাত নেই। একটি পরিবার এর মদ্ধে দুক্ষ,হাসি,কান্না,ঝগ্রা বিবাধ ত থাকবেই,এটাই স্বাভাবিক।

তাও কিন্তু তারা পরিবার ই। একান্ত আপনজন। আমরা মানুষ আমাদের রাগ,হতাশা,হিংসা ত থাকবেই। তারপর ও কি আমরা আর আমাদের ভাই রা আলাদা হয়ে যাব নাকি??কক্ষন না। শত রাজনীতি,হানাহানি,মারামারি,কাটাকাটি,ক্ষমতার লড়াই যাই থাকক না কেন দুর্যোগ এর সময় বাঙালি এক এবং অসীম ক্ষমতাধর।

আমাদের দেশে ধর্ম নিয়ে বিবাধ নেই বললেই চলে,এই দেশে নেই কাল-সাদা 'র বিবেধ। সমগ্র পৃথিবীতে এইরকম আর কথায় পাবেন? পারমানবিক সম্পদে ও আমরা অনেক সমৃদ্ধ। অনেকে হয়ত এই বেপারে জানেন। বড় বড় শক্তি গুলর জন্য আমরা এইসব তুলতে পারছি না,বলতেও পারছি না। আরে আমি বলি না সমস্যা নেই!!!কিন্তু,এইসব সমস্যা নিতান্তই অনেক ক্ষুদ্র।

আমাদের ছেলেরা আমরা আছি কি জন্য?আমাদের দেশের বোনেরা পড়াশুনায় ক্রমাগত উন্নতি করেই চলছে। আমরা কি ভবিষ্যতে বসে থাকব নাকি?কথা একটাই, এবং খুব ই সহজ বাংলা যে আমাদের ছেলে মেয়ে রা দেশ টাকে তার যোগ্য অবস্থানে আজ হোক কাল হোক নিয়ে যাবেই,সব ষড়যন্ত্রের শেষ হবেই। হতেই হবে,আমরা এই দেশ এর মানুষ কখন মাথা নোয়েতে শিখি নাই জে!!সেটা আমাদের পুঁজিবাদ ই তথাকতিথ High Society এর মানুষ ভুলে যাবেন না যেন। আজকে আপনারা দামি দামি গাড়ি,বিশাল অট্টালিকা,সুন্দর নিউ মডেল এর জামা পড়ে দেশ কে গালি দিচ্ছেন?বাংলার মানুষ কে যাচ্ছেতাই বলছেন। পাশ্চাত্তের সস্তা ফ্যাশন এ নিজেদের কে সাধারন মানুষ থেকে অনেক বড় মনে করছেন?তাদের মত Rock n Roll Music গাড়ী তে ছেড়ে ভাবছেন আপনি তাদের মত হয়ে গেছেন আর বাংলার মানুষ থেকে আপনি উন্নত?তাহলে,আমি একটাই কথা বলতে চাই আমরা বাংলার মানুষ কিন্তু তারপর ও আপনাদের কিছু বলি না।

আমরা আপনাদের এই দেশ এই জায়গা দিচ্ছি কারন আমরা আমাদের ভাই ও বোনদের কে আপন করে নিতে পারি। সতুরাং,সকাল বেলা আপনার সুবিশাল অট্টালিকা তে দামি দামি খাবার খেয়ে,চা খেতে খেতে আর কখন বলবেন না যে," বাঙালী'র কখন উন্নতি হবে না। " বাঙ্গালী'র উন্নতি যে হবেই,আল্লাহ তা'লাই করবেন। আপনার মত সাহেব বা মেমসাহেব দের কথায় তার ক্ষতি আর কি করে হবে??আমরা যে সবচেয়ে সেরা জাতি,আমাদের মাটি যে সোনার মাটি আমাদের উন্নতি হবে না কেন বলুন?আমাদের উন্নতি হবেই ইনশাল্লাহ। আমরা নতুন প্রজন্ম ই সেই দায়িত্ব হাতে তুলে নিয়েছি।

কি বলেন ভাই ও বোনরা?? সেইদিন খুব বেশি দূরে নয় যেদিন পশিমা রাই আমাদের সংস্কৃতি নকল করবে,আমাদের জীবনদর্শন অনুসরণ করবে। রাত ত অনেক হল,ভোর হতে আর বেশি বাকি নেই যে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.