আমাদের কথা খুঁজে নিন

   

কথায় আছে বাস্তবে নয়

জীবনে যা চেয়েছি তাই পেয়েছি কোন চাওয়াই অপূর্ন নেই । বড়লোক হওয়ার খুব সখ

— কুত্তার লেজ ১২ বছর চোঙ্গায় রাখলেও সোজা হয় না। ঢুকায় দেখছে কেউ—সোজা হয়, নাকি না হয়! — আয় আয় চাঁদমামা টিপ দিয়ে যা... চাঁদ আবার কোন মায়ের ভাই? — পিডারে নাকি শয়তানেও ভয় পায়? শয়তানেরে দেখছে কেউ যে পিডাইবো! — বর্ষাকালে ব্যাঙের সর্দি হয়। পরীক্ষাটা করছে কোন ডাক্তারে? — চোরের মায়ের বড় গলা। গলাটা কি মেপে দেখছে কেউ? — আগে গেলে বাঘে খায়, পিছে গেলে সোনা পায়। আগেও গেছি পিছেও গেছি, কিছুই পাইনি! — পড়ালেখা করে যে গাড়ি-ঘোড়া চড়ে সে। এখন তো দেখি অশিক্ষিতরাই বেশি চড়ে। — চোর পালালে বুদ্ধি বাড়ে। বুদ্ধিটা কোথায় বাড়ে হাঁটুতে না মাথাতে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.