আমাদের কথা খুঁজে নিন

   

আমার দেখা সত্যজিত রায়। (পর্ব- ০১)

গ্রাস ফড়িং সত্যজিৎ রায় জন্ম ২মে ১৯২১ সাল। একজন সফল ভারতীয় চলচ্চিত্র নির্মাতা। ১৯৯১ সালে অস্কার জয় তার চলচ্চিত্রের সর্বোচ্চ স্বীকৃতি। যা তার চলচ্চিত্রের গুণগত মান বহন করছে। জন্ম আমার ১৯৮৬ সাল, সত্যজিতকে দেখার বা বুঝার বয়স আমার হয়নি।

কারন ২৩শে এপ্রিল ১৯৯২ সালে সত্যজিৎ পরলোক গমন করেন। তাঁর অস্কার জয়ী চলচ্চিত্র ''পথের পাঁচালী'' দেখে প্রথম আমি মুগ্ধ হই। তারপর একে একে দেখেছি--- ১। পথের পাঁচালী ২। অপরাজিত ৩।

দেবী ৪। নায়ক ৫। চিড়িয়াখানা ৬। অরন্যের দিন রাত্রি ৭। গুফী গায়েন বাঘা গায়েন ৮।

হীরক রাজার দেশে ৯। ঘরে বাহিরে ১০। আগন্তুক এবং আর দেখে চলেছি। এক একটি চলচ্চিত্র দেখছি আর মুগ্ধ হচ্ছি। ভাবলাম সবার সাথে শেয়ার করি এক একটি চলচ্চিত্রের গল্পের কাহিনী, চরিত্র আর ভালো মন্দ লাগা।

তারই প্রেক্ষিতে আমি কয়েক পর্বে এ গুলো সবার সাথে শেয়ার করবো। চলচ্চিত্র গুলোর লিঙ্ক দিব, যাতে সবাই সেগুলো দেখতে পারে। (চলবে) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.