আমাদের কথা খুঁজে নিন

   

আমার সাথে দেখা হওয়া কিছু ব্লগার সম্পর্কে ট্যাগ (কিছু না দেখা ব্লগারও)

নিরপেক্ষ ও স্বচ্ছ মডারেশন চাই আমার মনে হয় সামুর ব্লগারদের মধ্যে আমার সাথেই সবচেয়ে বেশি ব্লগারের স্বশরিরে সাক্ষাত হয়েছে। আমি খুবই খুশি হয়েছি তাদের সাথে পরিচিত হয়ে। তারা বেশিরভাগই আমাকে ভালোবাসে। আমিও তাদের ভালোবাসি। এ সম্পর্ক শুধু ভার্চুয়াল গন্ডিতেই সীমাবদ্ধ নয়।

অবশ্য ২/১ জনের সাথে পরিচিত হয়ে ব্যাথিত হয়েছি। আবার কারো কারো সাথে দেখা না হলেও আন্তরিক সম্পর্ক হয়েছে। তাদের সম্পর্কে কিছু ট্যাগ দিচ্ছি- সাইমুম- সুন্দর মানুষ, জ্ঞান সাগর। জিশান সা ইকরাম- ৫০ এ উচ্ছল কিশোর, আন্তরিক, দানশীল। হুপফুলফরইভার- সকল সীমাবদ্ধতা কাটিয়ে আলোর দিকে যার নিরন্তর যাত্রা! নীরব দর্শক- প্রয়োজনে সরব, মায়া লাগাইছে... জহিরুল ইসলাম-স্মার্ট, নির্ভিক, ধার্মিক কিন্তু ধর্মান্ধ নয়।

শামসীর- সুলেখক, বন্ধুবতসল। ময়নামতি- যাকে সবাই ভালোবাসে এবং শ্রদ্ধা করে কিন্তু ভোটে খাড়াইলে ফেল করবে। সাইরাস হেলাল- নিপাট ভদ্রলোক, স্নেহশীল, সুদর্শন। জামিনদার- সামুর অন্যতম সেরা কবি, পরিশ্রমী, শ্রদ্ধা পাওয়ার মত ব্যক্তিত্ব সুপান্থ সুরাহী- সুমিস্ট কন্ঠস্বর, ভাল মানুষ। মিরাজ ইজ- বেশি নির্লিপ্ত, ট্যালেন্টেড, কিউটি কিউটি, আমার ভাই আরিফ রায়হান মাহী- উচ্ছল, চঞ্চল, অকপট, কিউটি কিউটি কালপুরুষ- দেখলেই আপন মনে হয়, মিশুক।

রাজসোহান- অকূল দড়িয়ার বুঝি কূল নাই রে, ওর উপ্রে কেন জানি রাগ করতে পারি না। নাহোল- চোখে মুখে মেধার ছটা, সংগ দোষে লৌহ ভাসে। আসিফ মুভি পাগলা- জিনিয়াস, দেখা হইলেই বিড়ি চায়, মিস ইউ। কৌশিক- সুবক্তা, স্মার্ট হওয়ার জন্য টাক মাথা কোন সমস্যা না। অন্যমনস্ক শরত- আকর্ষনীয় বাচনভঙ্গী জুন- বালিকা, পাহাড়ের কান্নার বইন, মানুষকে আপন করে নেবার এক অসাধারন ক্ষমতার অধিকারী, নিরহংকার।

পারভিন রহমান- আমার জীবনে এত হাসিখুশি মানুষ দেখি নাই। সবাক- উদ্যমী, সুজোগের সদ্ব্যবহার করতে জানে। ক্যামেরাম্যান- ফটুক তোলা শিখতে চাইলে... পাহাড়ের কান্না- চরম হিউমারাস, ছন্দবাজ, ছলনা নাই। আব্দুল্লাহ আল মনসুর- ইন্সট্যান্ট হিউমার, সু সংগঠক। গরম কফি- ছন্দের বস, পরিস্কার চিন্তাধারা, যার সঙ্গ গরম কফির সতেজতা দেয়।

ছোট মির্জা- অলটাইম হাসি খুশি, বন্ধুবতসল, চরম আড্ডাবাজ। বাল্যবন্ধু- গুড বয়, রাস্ট্রপ্রধান- নটি বয়, গুরুজী- ... হাসি মুখে আনন্দ ধারা। মেঘলা আকাশ ও বিষন্ন মন- রাজনীতি এড়িয়ে সহজাত লেখা লেখি করলে ভাল হৈত। পারভেজ আলম- চোখে মুখে বিপ্লবের স্বপ্ন, শক্তিশালী লেখনী। জাহিদুল হাসান-ভালোবাসতে জানে, এত সরল হলে হয় না ভাই।

আসিফ মহিউদ্দিন- মেধার কি বিপুল অপচয়!! নার্ভাস। তন্ময় ফেরদৌস- আন্তরিক, ক্রিয়েটিভ মাইন্ডেড। সালাউদ্দিন ফয়সাল- কিউটি কিউটি ভাই আমার। হাছুইন্যা- আরেক কিউটি কিউটি। জানা- বিনম্র শ্রদ্ধা আরিল- বিদেশী দুলা, আমাগো জানাপার জামাই।

নিভৃত নয়ন- নিভৃতে থাকতেই মনে হয় পছন্দ করেন। রোকন রাইয়ান- অকপট, সহজে প্রকাশিত হয় না। আইরিন সুলতানা- সু সংগঠক, উদ্যমী, সুকৌশলী। হানী- পর্দা যার প্রগতির পথে বাধা নয়। সত্যবাদী মনোবট- শুভকামনা তার জন্য, কবি।

নষ্ট কবি- দুর্দান্ত গবি ( গল্পকার), শুভকামনা। মৈত্রি- কিউটি কিউটি, গুড বয়। নষ্ট ছেলে- গম্ভির, কিন্তু অতি সংবেদী মন। জাহাজী পোলা- প্রতিভাবান লেখক, কিউটি কিউটি,ইদানিং কি জানি হৈছে!! না আমি- একেবারে চুপচাপ। ক্ষনিকের দেখা।

বৃত্তবন্দী- কই গেলেন ভাই? শুকাইয়া কাঠ। স্পেল বাইন্ডার- সুদর্শন ও আকর্ষণীয় ব্যাক্তিত্ব। লাল সালু- লেখার সাথে দেখার মিলনাই, বর্তমানে রাজনীতি নিয়া ব্যাস্ত মনে হয়। বিদ্যাসাগর- সিরিয়াস ফটোগ্রাফার। রিমঝিম বর্ষা- শুভকামনা বোনডি।

সরল মানুষ- এক্কেরে জিলাপির মত সরল, বাকপটু। রুদ্রপ্রতাপ- হিউমারাস, উদ্যমী, পরোপকারী, ভাবীসাবরে সালাম। বোকা মানব- বড় হও, দোয়া রইল। চে গুয়েভারা ২- পাগলা!!! সাইফহিমুবেস্ট- উতসাহ উদ্দিপনায় ভরপুর। শামিম আল মামুন- মিস ইউ ব্রো।

শয়তান- দেখেতো মানুষই মনে হল!! স্বার্থত্তা-যাকে ফেবুতে জিজ্ঞেস করেছিলাম,"ভাই, স্বার্থত্ত্বা কে চিনেন??" ইমতু- ২ বছরেও সেফ হইল না, টেলেন্টেড। জসিম- দেখে কিন্তু বলে না, ভালোবেসে যায় অগোচরে। আর এইচ সুমন- দুর্বার এগিয়ে চলা। গুড লাক!! নীল পরী- নীল পরী রিয়া সরকার- এখনো ওয়াচে!! সেফ করা হউক। মাহিরাহি- মাহি আর রাহি দুই ভাই।

তাদের বাবাকে ডাকি "মাহিরাহি ভাই"। সুহাস লেলিন- আমার পাশের গ্রামের ছেলে, সামুতে পরিচয়। টেক কেয়ার। শোয়েব সর্বনাম- আমার দোস্ত, আতেল, সুলেখক। মেহেদি মাহফুজ- আমার দোস্ত, সামুর ঠিকানা ও ই দিয়েছে, ভাল থাকিস।

মাথা ঠান্ডা- আমার ছোট বোনের হাসব্যান্ড। আরজুপনি- ভেবেছিলাম বালক- দেখলাম বালকের মা, চঞ্চলা, হাশিখুশি, চিরহরিৎ। নিশাত রহমান- ট্যালেন্টেড, মিষ্টি কন্ঠের অধিকারী, আরজে, লক্ষ্যে অবিচল। সাধারন মানুষ- আন্তরিক, পরিশ্রমী। দেখা হয় নাই চক্ষু মেলিয়া- কথা হয়েছে- রেজোয়ানা- উই আর ফ্যামিলি।

জুলভার্ন- আন্তরিক, স্নেহশীল, দানশীল। ডিজিটাল / সত্য সন্ধানী আমি- হওয়া উচিত ছিল কলামিস্ট- হয়ে গেল ক্যাচালিস্ট মাহমুদুল হাসান কায়রো- মিশর থিকা আমার জন্য বিশাল পিরামিড পাঠাইছে। বৃষ্টি ভেজা সকাল- প্রানবন্ত, ওরা আমাকে ভাল হতে দিল না। টুনা- টুনা, টুনি আর টুনটুনি- ভাল থাকুক সবসময়। আরফার- মিস ইউ।

হা...হা...হা...- যার দৃষ্টি ভঙ্গীর সাথে আমার ৮০% মিল। কাউশার রুশো- দেশী ভাই, খালি ইংলিশ মুভি নিয়া পোস্ট দেয়!! নীরব০০৯- আমার জন্য গল্প লিখছে- কৃতজ্ঞতা, মিশুক মামুন হতভাগা- তারুন্যের তেজোদীপ্ত মনন, রসিক, কে কয় হতভাগা??? শশি হিমু- চিকন কন্ঠস্বর, ফর্মাল, মেধাবী। আরো কয়েকজনের সাথে দেখা হয়েছে কিন্তু তারা তাদের পরিচয় দেন নাই। আরো মনে পড়লে এড করমুনে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.