আমাদের কথা খুঁজে নিন

   

Leonardo DiCaprio - মুভির শেষে হ্যাপি এন্ডিং যার কপালে নেই।

Sometimes people deserve to have their faith rewarded. Leonardo DiCaprio নিঃসন্দেহে একজন ভালো অভিনেতা তাতে কোনো সন্দেহ নেই । রোমিও- জুলিয়েট মুভিতে অভিনয় করার পর টাইটানিক মুভি দিয়েই তার পরিচিতি শুরু। কিন্তু আবার এই টাইটানিক মুভি টাই তার যেন মুভিতে ক্যারেক্টার ফিক্সড করে দিয়েছে !!! টাইটানিকের শেষ দৃশ্যতে মারা যাওয়ার পর পরের অভিনিত হিট মুভি গুলোর প্রায় সব গুলোতেই তার কোনো হ্যাপি এন্ডিং নেই (Catch me if you can বাদে)। Titanic: মুভিটা দেখেননি এমন কেউ মনে হয় নেই। প্রেমিকা রোজ কে বাঁচাতে যেয়ে নিজে মরে যান ।

একই সাথে এখান থেকেই মনে হয় হ্যাপি এন্ডিং কেও বিদায় বলে দেন !! The Departed: অস্কার জয়ী এই মুভিতে লিওনার্দো থাকেন একজন স্পাই । এফবিআই তে প্রশিক্ষণ নিয়ে তিনি মাফিয়াদের দলে ভিড়েন নজরদারি করার জন্য। কিন্তু শেষে এসে ধরা পরে যান। এবং মৃত্যুবরন করেন। Blood Diamond: স্মাগলার এর ভুমিকাতে অভিনয় করা এই মুভিতে ডিকাপ্রিও হীরার পিছনে ঘুরে বেরান।

হীরার আসল সন্ধান জানা সলোমান ভ্যানডির সাথে হীরা খুজতে গিয়ে শেষে গুলি খেয়ে প্রান হারান !!সলোমান ভ্যানডি পরবর্তীতে জনপ্রিয়তা লাভ করেন। Body of Lies সিআইএ এজেন্ট হিসেবে অভিনয় করা এই মুভিতেও শেষে ধরা খেয়ে মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে যান। অবশ্য শেষ মুহূর্তে তাকে উদ্ধার করা হয় জীবিত অবস্থাতেই । কিন্তু শারীরিক অত্যাচার তাকে যে ভাবে করা হয়েছে তাতে পুরোপুরি হ্যাপি এন্ডিং বলা যায় না!! Shutter Island অসাধারন টুইস্টের একটি মুভি। শেষ দেখার আগে মনেই হয়নি এমন হতে পারে !! পুরো মুভিতেই ইউএস মার্শালের ভুমিকাতে অভিনয় করা ডিকাপ্রিওকে শেষ মুহূর্তে দেখা যায় মানসিক রোগী হিসেবে।

অনেক পরিক্ষা চালানোর পরও তিনি শেষ পর্যন্ত মানসিক রোগী ই থেকে যান !! Inception নোলান বস এর মুভি !! পুরো মুভিতেই নিজের মৃত ওয়াইফের সাথে 'যুদ্ধ' করা তাকে শেষ পর্যন্ত অবশ্য দেখা যায় নিজের ছেলে মেয়েদের কাছে ফিরে যেতে। সেই বিখ্যাত ''ঘুরনি'' টি তখনও ঘুরছিল !!!  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।