আমাদের কথা খুঁজে নিন

   

খ্যাতিমানদের মজার ঘটনা- ৭

ফরাসি ভক্তরা সুরকার রসিনির একটি মুর্তি গড়ছিল। একদিন তা দেখানোর জন্য ভক্তরা তাঁকে নিয়ে গেল। দেখে রসিনি জানতে চাইলেন, মুর্তিটি বানাতে কত খরচ হবে? : এক শ’ কোটি ফ্রাঁ। : তার চেয়ে আমাকে পঞ্চাশ কোটি ফ্রাঁ দিতে আমি নিজেই বাকি জীবন ওখানে দাঁড়িয়ে থাকতাম। দেশ পত্রিকার সম্পাদক সাগরময় ঘোষ একবার বেড়াতে গিয়ে নদীতে পড়ে গেলেন।

সঙ্গে সঙ্গেই এক যুবক ঝাঁপিয়ে পড়ে তাঁকে উদ্ধার করল। কিছুদিন পর যুবকটি দেশ পত্রিকায় ছাপানোর জন্য একটি নাতিদীর্ঘ কবিতা নিয়ে হাজির হলেন তাঁর কাছে। কবিতাটি পড়ে সাগরময় ঘোষ যুবকটি বললেন, ‘তুমি বরং এক কাজ করো। ’ ‘কী কাজ?’ ‘আমাকে যেখান থেকে উদ্ধার করেছিলে সেখানে ফেলে দিয়ে আসো। ’ সৈয়দ মুজতবা আলী তখন বেশ বিখ্যাত লেখক।

প্রতিদিনই তাঁর দর্শন লাভ করতে ভক্তরা বাসায় এসে হাজির হয়। একদিন এক ভক্ত মুজতবা আলীর কাছে জানতে চাইলেন, তিনি কোন বই কী অবস্থায় লিখেছেন। মুজতবা আলী যতই এড়িয়ে যেতে চান, ততই তিনি নাছোড়বান্দা। শেষে মুজতবা আলী সরাসরি উত্তর না দিয়ে বললেন, ‘দেখো, সুইস মনস্তত্ত্ববিদ কার্ল গুসতাফ জাং একদা তাঁর ডায়েরিতে লিখে রেখেছিলেন, কিছু লোক আমাকে জিজ্ঞেস করে, আমি কীভাবে লিখি। এ ব্যাপারে আমাকে একটা কথা বলতেই হয়, কেউ চাইলে তাকে আমরা আমাদের সন্তানগুলো দেখাতে পারি, কিন্তু সন্তানগুলো উৎপাদনের পদ্ধতি দেখাতে পারি না।

’ ফরাসি লেখক আলেকজান্ডার ডুমার সাক্ষাত্কার নিচ্ছিলেন এক জাঁদরেল সাংবাদিক। তাঁর প্রথম প্রশ্ন, ‘আপনার পূর্বপুরুষ শংকর ছিলেন, এটা কি সত্যি?’ ডুমা উত্তরে বললেন, ‘হ্যাঁ। ’ সাংবাদিক আবার জিজ্ঞেস করলেন, ‘আর আপনার পিতামহ ছিলেন কৃষ্ণাঙ্গ?’ ডুমা শান্তস্বরে বললেন, ‘হ্যাঁ। ’ সাংবাদিক এবার বেশ জোর দিয়ে বললেন, ‘এবং আপনার প্রপিতামহ ছিলেন…। ’ সাংবাদিক শেষ করার আগে ডুমাই উত্তর দিলেন, ‘বেবুন’ এবং সঙ্গে যোগ করলেন, ‘আর আপনার যেখানে শেষ সেখান থেকেই আমার পূর্বপুরুষের শুরু।

’ নেট থেকে সংগৃহীত । খ্যাতিমানদের মজার ঘটনা-১১ Click This Link খ্যাতিমানদের মজার ঘটনা-১০ Click This Link খ্যাতিমানদের মজার ঘটনা-৯ Click This Link খ্যাতিমানদের মজার ঘটনা-৮ Click This Link খ্যাতিমানদের মজার ঘটনা-৭ Click This Link খ্যাতিমানদের মজার ঘটনা-৬ Click This Link খ্যাতিমানদের মজার ঘটনা-৫ Click This Link খ্যাতিমানদের মজার ঘটনা-৪ Click This Link খ্যাতিমানদের মজার ঘটনা-৩ Click This Link খ্যাতিমানদের মজার ঘটনা-২ Click This Link খ্যাতিমানদের মজার ঘটনা-১ Click This Link বাংলার খ্যাতিমানদের মজার ঘটনা Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।