আমাদের কথা খুঁজে নিন

   

।। ও শীতল ।।

বাঙলা কবিতা এখানে পাথর রাখি, উৎপাদনশীল মাঠে মাঠে। গাছপালা, নদী, ফুল-ফল সবই পাথরের; আবার তোমাকে ডাকা যেতে পারে, বহুদিন এই মন একা, বহুদিন যন্ত্রণা বোঝেনি; আবারও ছোবল চেয়ে তোমাকেই ডেকে নেয়া যেতে পারে একান্তের কাছে। ছোবল খাবার পর যদি কোনও পাতা কিংবা শেকড়ের রস প্রয়োজন হয়, পাথরই তা দিতে পারে; পাথরের কষ খুব অব্যর্থ অষুধ। এসো, পাথরের চাষ করি, এইসব উৎপাদন নানাবিধ পাথরে পাথরে পূর্ণতা পেয়ে যেতে পারে, ও শীতল, তুমি জানো? উৎপাদিত পাথরের বুকভরা জল! তুমি ফিরে এলে পাথরই সম্পদ হয়ে সাড়া দেবে বিরান ভূমিতে; ওরাও তৃষ্ণার্ত হয়ে আছে; এবার তোমাকে, সত্যি, ডাকা প্রয়োজন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।