আমাদের কথা খুঁজে নিন

   

কেন আওয়ামীলীগ জনপ্রিয়তা হারাচ্ছে !

জীবন এক প্রবাহমান নদী, এখানে দু:খগুলো ভাটার মত, যা বাধ দিয়ে সংরক্ষনও করতে পারেন আবার জোয়ারের অপেক্ষায় ধৈর্যও ধরতে পারেন । চিরন্তন সত্যগুলো বাদ দিলে.... এই পৃথিবীতে আসলে সত্য-মিথ্যা বলতে আর কোন কিছু অবশিষ্ট থাকে না । প্রত্যেকটা মানুষ নিজ বিশ্বাসের উপর ভিত্তি করে সত্য-মিথ্যাকে নির্ধারন করে । যাকে লোকে বিশ্বাস করে,ভালবাসে লোকে তার বাকা কথাকেও সোজা করে গ্রহন করে । বলাই বাহুল্য যে, যাকে লোকে ভালবাসে না,বিশ্বাস করে না তার সোজা কথাকে ও বাকা চোখে দেখে ।

জনপ্রিয়তা যেহেতু বিশ্বাস থেকে আসে তাই এখানে বিশ্বাসকেই মূল আলোচ্য ধরে এগোব ....। একথা নিঃসন্দেহে বলা যায় যে, কারো জনপ্রিয়তা হারানোর অর্থ সে তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে । যে পর্যন্ত না সে তার আস্থাকে ফিরিয়ে আনতে পারবে সে পর্যন্ত সে অনুসরনীয় হবার যোগ্যতা থেকে বন্ঞিত থাকবে । এটাই বাস্তবতা । বর্তমান সরকার যে বিপুল গনআস্থা নিয়ে ক্ষমতায় এসেছিল, তা এখন অত্যন্ত নাজুক পর্যায়ে আছে ।

পদ্মাসেতু, এপিএস কেলেংকারী সহ নানান ঘটনাকে এর পিছনের কারন হিসেবে দাড় করালেও , আমার মতে গনআস্থা হারানোর মূল কারন হল ধর্ম । ধর্মই হচ্ছে আওয়ামী সরকারের গনআস্থা হারানোর একটি বিশাল কারন । যদি কোন লোককে আপনি জিজ্ঞাসা করেন যে কেন বর্তমান সরকারকে আপনি পছন্দ করেন না ? তাহলে সে হয়ত জবাবে উপরোক্ত বিষয়গুলো হাইলাইটস করবে....কিন্তু মূল অসন্তোষের কারন আপনি তখনই জানতে পারবেন যখন আপনি উপরোক্ত কথিত দূর্নীতির অভিযোগ গুলো যুক্তি সহকারে খন্ডন করবেন । এটা আওয়ামীলীগের জন্য দুঃখজনক হলেও সত্য যে তাদের বিরুদ্ধে ধর্মহীনতার অপপ্রচার রয়েছে । যদিও যারা এসব প্রচার করে তাদের অনেকের বিরুদ্ধেই খুন,ধর্ষন এবং নানান দূর্নীতির অভিযোগ রয়েছে ।

অনেকের নামেই কোর্টে মামলা ঝুলছে..... যা অনন্তকাল ধরে বিচারাধীন। ব্যারিস্টার মওদুদ আহমেদ সাহেবের মত কেউ কেউ’ত আছেন যারা দূর্নীতির বাদশা হিসেবে পরিচিত......। অথচ তারাই আওয়ামীলীগের বিরুদ্ধে ধর্মহীনতার অভিযোগ করে !!!! এ কথা তর্ক সাপেক্ষ যে চুরি, ডাকাতি,খুন,ধর্ষন,ঘুষ খাওয়া বেশি ধর্ম বিরোধীতা নাকি নামায,রোযা ঠিকমত পালন না করা বেশি ধর্মবিরোধীতা বাঙালী ধর্মান্ধতার বিষয়ে আমার একটি পোস্ট এখানেই আছে চাইলে ঘুরে আসতে পারেন । আজ এ পর্যন্তই.... এই ব্যাপারে সময় করে পরে আরো লেখব বলে আশা রাখি । সামহোয়ার ইন ব্লগ কর্তৃপক্ষকে এবং এর সমস্ত ব্লগারদের জন্য অশেষ শুভাশিস রইল ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।