আমাদের কথা খুঁজে নিন

   

শুধু ছন্দ মিলানোর চেষ্টায়………………..

১) বসন্তের ফুল দিব তোমায়, দিব কোকিলের গান, গৃষ্মের তাপ দিব তোমায়, দিব ফলের ঘ্রাণ। বর্ষার বৃষ্টি নাও তুমি, নাও মাছের স্বাদ, শরতের সাদা আকাশ হবে তোমার, পাবে হেমন্ত ধানের ভাত। শীতে দিব তোমায় কুয়াশার চাদর, মিষ্টি রোদে পাবে তুমি নতুন ভোর। (এটা আমার জীবনের প্রথম কোন বাংলা ছন্দ লেখা। এটা লিখেছিলাম যখন নতুন ডিজুস সিমে ফ্রি এসএমএস চালাচালির অফার আসল।

গণহারে সবাইরে পাঠাইতাম। কিন্তু কি সৌভাগ্য কেউ উত্তর দেয় নি। পরে দূর্ভাগ্যবশত আমার এক বন্ধু মেয়ে সেজে এই এসএমএসের উত্তর দিল। তারে কল দিলেই, খালাতো বোনের সাথে কথা বলাইতো। আমিও মজা পাইতাম।

এখন আর সে মজা নেই। ) ২) গরুতে করে হাল-চাষ, ছাগলে করে নষ্ট, অসতে করে খারাপ কাজ, সতে পায় কষ্ট। ছাগলের মুখ মানেনা বাধা-মানেনা কোন নিষেধ সে করবে পরের ক্ষতি এটাই তার বিবেক। (বাড়িতে লাউ-কুমড়া আর শীমের গাছ লাগালাম। গাছ বড় হল, ফুল দেওয়া শুরু হল, কিন্তু ফলের সময় এলাকার সমস্ত ছাগলে নজর পড়ল- আমাদের গাছ গুলোর উপর, সমানে তাদের আক্রমণাত্নক হামলা।

মেজাজ গরম হওয়ায় আমার হাতের সাহায্যে মোবাইলে এই এসএমএস লিখে ফেললাম। এলাকার ছেলে মেয়েও উত্তর দিল- গাধা কোথাকার। ) ৩) তুমি আমার রাতের তারা- বাঁকা চাঁদের হাসি, তুমি আমার স্বপ্ন-ঘুম ভাঙা ভোরের গানের পাখি। তুমি আমার সোনালি সূর্যের পূব আকাশের আলো, তোমায় যেন কি কারণে লেগেছে অনেক ভাল। তুমি হলে রোদেলা সূর্যের ঘামঝরা আগুণ, তুমি আমার মেঘলা আকাশ- ভালবাসার ফাগুণ।

তুমি হলে বৃক্ষরাজির সবুজ-শীতল ছায়া, তোমার কাছে আসলে যেন কিসের লাগে মায়া। তুমি হলে বিকেল বেলার মন ভুলানো গান, তোমার গানের ছোঁয়ায় সাজাই ভালবাসার প্রাণ। তুমি হলে সন্ধ্যা বেলার শেষের কবিতা, দেখে রুপ তোমার হৃদয়ে এঁকেছি রুপরে ছবিটা। ( একটা মেয়ে আমারে বেশ কয়েকবার প্রেমপত্র দিছিল, কিন্তু উত্তর দিবার পারি নাই, তারে যখন এই লেখাটা উত্তর দিতে গেলাম, সাথে সাথে আম্মার হাতে আন্ডার অ্যারেস্ট, রেজাল্টের আগের দিন পর্যন্ত রিমান্ডে ছিলাম। সৌভাগ্যবশত সেই মেয়েটিকে এটা আজও দিতে পারি নাই।

মেয়েটা এখন দারোগার বউ। ) ৪) ডাকে পাখি-ফুটে ফুল, একি বসন্ত নাকি ভুল। নতুন পাতায় বৃক্ষ-চারা, কচি পাতায় তরু লতা। আবছা নীলে ঢাকা আকাশ, ধূলোয় মাখা এই বাতাস, আমার এই মন গেছে উড়ে, কণ্ঠ আজ বসন্তের উদাস সুরে। (এই ফালতু এসএমএস এ- প্রচুড় সাড়া পেয়েছি।

) এইগুলো শুধুই ছন্দ মিলানোর চেষ্টা, আর কিছুই নয়।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.