আমাদের কথা খুঁজে নিন

   

সহীহ হাদীসের আলোকে রমযান

আবু হুরা্য়রা (রা্ঃ)থেকে বর্ণিত, তিনি বলেন নবী (সাঃ)বলেছেনঃ যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি, তার এ পানাহার পরিত্যাগ করায় আল্লাহ্‌র কোন প্রয়োজন নেই। হাদীস ১৭৮২,সহীহ বুখারী আবু হুরা্য়রা (রা্ঃ)থেকে বর্ণিত, নবী করীম (সাঃ)বলেছেনঃ যে ব্যক্তি লাইলাতুল কাদরে ঈমানের সাথে সাওয়াবের আশা্য় রাত জেগে ইবাদত করে, তার পেছনের সমস্ত গুনাহ্‌ ক্ষমা করা হবে। আর যে ব্যক্তি ঈমানসহ সাওয়াবের আশা্য় রমযানের সিয়াম পালন করবে, তারও অতীতের সমস্ত গুনাহ্‌ মাফ করা হবে। হাদীস ১৭৮০,সহীহ বুখারী আবু হুরা্য়রা (রা্ঃ)থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাঃ)বলেছেনঃ সি্য়াম (রোযা) ঢাল স্বরুপ। সুতরাং অশ্লীলতা করবে না এবং মূর্খের মত কাজ করবে না।

যদি কেউ তার সাথে ঝগড়া করতে চায়, তাকে গালি দেয়; সে যেন দুইবার বলে- আমি সাওম পালন করছি। ঐ সত্তার শপথ, যার হাতে আমার প্রাণ, অবশ্যই সাওম পালনকারীর মূখের গন্ধ আল্লাহর নিকট মিসকের গন্ধের চাইতেও উৎকৃষ্ট। সে আমার জন্য আহার, পান ও কামাচার পরিত্যাগ করে। সি্য়াম আমারই জন্য। তাই এর পুরস্কার আমি নিজেই দান করব।

আর প্রত্যেক নেক কাজের বিনিময় দশ গুণ। হাদীস ১৭৭৩,সহীহ বুখারীআবু হুরা্য়রা (রা্ঃ)থেকে বর্ণিত, নবী করীম (সাঃ)বলেছেনঃ যে ব্যক্তি লাইলাতুল কাদরে ঈমানের সাথে সাওয়াবের আশা্য় রাত জেগে ইবাদত করে, তার পেছনের সমস্ত গুনাহ্‌ ক্ষমা করা হবে। আর যে ব্যক্তি ঈমানসহ সাওয়াবের আশা্য় রমযানের সিয়াম পালন করবে, তারও অতীতের সমস্ত গুনাহ্‌ মাফ করা হবে। হাদীস ১৭৮০,সহীহ বুখারী আবু হুরা্য়রা (রা্ঃ)থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাঃ)বলেছেনঃ সি্য়াম (রোযা) ঢাল স্বরুপ। সুতরাং অশ্লীলতা করবে না এবং মূর্খের মত কাজ করবে না।

যদি কেউ তার সাথে ঝগড়া করতে চায়, তাকে গালি দেয়; সে যেন দুইবার বলে- আমি সাওম পালন করছি। ঐ সত্তার শপথ, যার হাতে আমার প্রাণ, অবশ্যই সাওম পালনকারীর মূখের গন্ধ আল্লাহর নিকট মিসকের গন্ধের চাইতেও উৎকৃষ্ট। সে আমার জন্য আহার, পান ও কামাচার পরিত্যাগ করে। সি্য়াম আমারই জন্য। তাই এর পুরস্কার আমি নিজেই দান করব।

আর প্রত্যেক নেক কাজের বিনিময় দশ গুণ। হাদীস ১৭৭৩,সহীহ বুখারী ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।