আমাদের কথা খুঁজে নিন

   

সহজ চীনা ভাষা : ২

সামহোয়ারইনব্লগ কনফুসিয়াস ক্লাস চীনা ভাষা শেখার প্রথম পাঠে আমরা সম্ভাষণ জানানোর পদ্ধতি শিখেছি। এবার শিখব কিভাবে নিজের পরিচয় দেওয়া যায় এবং অন্যের নাম জিজ্ঞেস করা যায়! ওয়া চিয়াও সূচনা (wǒ jiào Shuchana)। এর অর্থ আমি সূচনা বা আমার নাম সূচনা। এখানে ওয়া (wǒ) মানে আমি, চিয়াও ( jiào) মানে ডাকা; এখানে ওয়া চিয়াও মানে আমাকে ডাকা হয় বা আমার নাম। তারপর নাম অর্থাৎ উদাহরণস্বরূপ সূচনা।

তাহলে আপনি কাউকে আপনার নাম বলতে পারেন এভাবে- ওয়া চিয়াও (wǒ jiào)..............। কিন্তু আপনি যদি কারো নাম জিজ্ঞেস করতে চান? আসুন শিখে নিই- নি চিয়াও সেনমা (উচ্চারণ অনেকটা সেম্মা এর মত) মিং (ি)ঝ (Nǐ jiào shénme míngzi)। ঝ এর উচ্চারণ অনেকটা ঝি এর কাছাকাছি হবে এবং ঝ এর হসন্ত দিলে যেমন হয় সেরকম। আসলে চীনা ভাষার উচ্চারণ বাংলায় লেখা সম্ভব নয়। আমি চেষ্টা করছি যতটা সম্ভব শুদ্ধ উচ্চারণ লিখতে।

তাহলে বাক্যটি একটু ব্যাখ্যা করে দিই। নি (Nǐ) মানে তুমি, চিয়াও (jiào) মানে আগেই জেনেছেন অর্থাৎ ডাকে বা ডাকা হয়। সেনমা (সেম্মা) (shénme) মানে কি এবং মিংঝ (míngzi) মানে নাম। তাহলে নি চিয়াও সেনমা মিংঝ (Nǐ jiào shénme míngzi) মানে তোমার নাম কি? নাম জিজ্ঞেস করলে কিভাবে উত্তর দিতে হবে তা আগেই দেখেছেন। ওয়া চিয়াও (wǒ jiào) .........।

তাহলে পরিচয় দেয়া এবং নেয়ার পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্বে শিখব পরিচিত হওয়ার পর সৌজন্য বাক্য। তাহলে আজ এ পর্যন্তই। ৎঝাই চিয়েন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।