আমাদের কথা খুঁজে নিন

   

আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে বাংলাদেশ দলের অভাবনীয় সাফল্য

সাধারন মানুষ এসতোনিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াড ২০১২-তে এবার বাংলাদেশ দল একটি ব্রোঞ্জ ও দুটি সম্মানজনক স্বীকৃতি পেয়েছে। মাত্র দ্বিতীয় বারের মতো এই প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশ দল এই বিস্ময়কর সাফল্য অর্জন করল। ব্রোঞ্জ পদক পেয়েছে সেফলন ইন্টারন্যাশনাল স্কুলের সিনজিনি সাহা। দুটি সম্মানজনক স্বীকৃতি পেয়েছে যথাক্রমে চট্রগ্রাম কলেজের শোভন বিশ্বাস ও রাজউক উত্তরা মডেল কলেজের আহমেদ মাকসুদ। বিগত ১৪ জুলাই শুরু হওয়া এই আসরে বাংলাদেশ ছাড়াও বিশ্বের ৮১টি দেশের প্রাক-বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে।

দু’জন দলনেতা ও সর্বোচ্চ ৫ শিক্ষার্থী নিয়ে প্রতিটি দল গঠন করা হয়েছে। বাংলাদেশ দলের নেতা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক আরশাদ মোমেন ও অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের হেড অব অপারেশনস্ জাহাঙ্গীর মাসুদ। ফিজিক্স অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মাসুদ জানান, এশীয় ও ইউরোপীয় দেশগুলোকে পেছনে ফেলে বাংলাদেশ দল এই সাফল্য লাভ করেছে। তিনি বলেন, এটা প্রমাণিত, আমরা বিজয় অর্জন করতে সক্ষম এবং আমাদের শিক্ষার্থীদের মেধা বিশ্বমানের। বাংলাদেশ দলের এ সাফল্যের পেছনে কাজ করেছে মূলত দল নির্বাচন, যা কিনা বিভাগীয় পর্যায়ে গত ৬ জানুয়ারি থেকে শুরু হয়ে ২৩ মার্চ শেষ হয়।

এরপর প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করে বাছাই করা হয় ৫ জনের দল, যার মধ্যে ওই তিন শিক্ষার্থী ছাড়াও ছিলেন নটরডেম কলেজের ওয়াসিফ আহমেদ এবং চট্টগ্রাম কলেজের কিনজল বড়ূয়া। আয়োজনে ছিল বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটি। এতে সহযোগিতা করেছে ইউসিবিএল, স্পেস জিরো লিমিটেড ও মার্কেন্টাইল ব্যাংক। অভিনন্দন বাংলাদেশ টিমের সব সদস্যকে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.