আমাদের কথা খুঁজে নিন

   

আন্তর্জাতিক ভদ্রবেশী অপরাধ ও মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ভদ্রবেশী সন্ত্রাসবাদিতা (শেষ পর্ব)

কার্ণিশ ভাঙ্গা জানালার ফাঁক দিয়ে রাতের আকাশের যেটুকু অংশ দেখা যায়, অইটাই আমার পৃথিবী। যদিও ভদ্রবেশী সন্ত্রাসবাদীতা সবচে’ নগ্ন ও ন্যাক্যারজনক সন্ত্রাসবাদীতা কিন্তু এটি সত্যিকার অর্থে একটি সৃষ্টিশীল অপরাধ মাধ্যম এবং আমেরিকা তাদের সৃষ্টিশীলতার পরিচয় সফলভাবেই দিয়ে যাচ্ছেন। ৯/১১ ও তৎপরবর্তী সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ প্রকৃতপক্ষে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ, শক্তিসম্পদ আহরণ ও বিশ্বজুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একনায়কতন্ত্র কায়েমই যার উদ্দেশ্য, উলঙ্গ মিথ্যেকে আশ্রয় করে ইরাক আক্রমণ, প্রেসিডেন্ট সাদ্দাম হুসেনের হাস্যকর বিচার, ওসামা বিন লাদেনের মৃত্যুকে কেন্দ্র করে যে মেলোড্রামা, আজকাল গোটা বিশ্ববাসীর কাছে খুবই স্বচ্ছ হয়ে উঠেছে কেন মার্কিন যুক্তরাষ্ট্র এ যুদ্ধ (আগ্রাসন) চালাচ্ছে। হয়ত পিটার জোসেফের পরবর্তী ফিল্মে উঠে আসবে ওসামা বিন লাদেনের মৃত্যু বিষয়ক যে মিথ তৈরি করেছে ওবামা তার পর্দার পেছনে কোন হামলার ফন্দি এবং বিশ্ব আমেরিকার কাছ থেকে একটি বীভৎস ও নৃশংস যুদ্ধবাদী সমাজ ব্যবস্থা উপহার পাচ্ছে অথচ যারা সবচে’ বেশী মানবাধিকারের কথা বলে। আজকে আমরা যে সভ্যতাকে আধুনিক সভ্যতা বলছি।

আমরা মানবিক বিষয়ে অনেক সংবেদনশীল সেটা ঠিক। তারপরও আমাদের পঠন-পাঠন, বিজ্ঞানীদের গবেষণা ও চিন্তা-চেতনার বড় অংশ জুড়ে এখনও রয়েছে কত সহজে, আরো সূক্ষ্মভাবে, আরও নৃশংসভাবে ট্রিগারে এক টিপে কিংবা কম্পিউটারের একটি মাত্র ঈশারায় যাতে অনেকগুলো মানুষকে মেরে ফেলা যায় সেই সব গণবিদ্ধংসী অস্ত্র তৈরি করা। জানি বিষয়টা আপেক্ষিক, তবুও আমরা যদি ধরে নিই, আরো অন্য কিছু বিষয়ের মত সভ্যতার বিকাশেরও একটা সুনির্দিষ্ট সীমারেখা আছে। তাহলে আমরা কী বলতে পারি, আসলে আমরা যে সভ্যতাকে আধুনিক সভ্যতা বলছি তা আধুনিক সভ্যতা নয়। এমন কী এ সভ্যতা হয় আজও পূর্ণতা পায়নি অথবা পূর্ণতা পেয়ে এখন তার নিম্নগামীতা শুরু হয়েছে।

কেননা আমরা মানবিক বিষয়গুলো বাদ দিয়ে এখনও স্বজাতিকে যতটা নৃশংসভাবে হত্যা করা যায় তার পেছনেই আমরা আমাদের মেধা, শ্রম ও অর্থ ব্যয় করছি। অন্তত উন্নত বিশ্ব তাই করছে এবং সেই সব অস্ত্র অন্যদের হাতে তুলে দিতেও যথেষ্ট সফল ও কার্যকরী পদক্ষেপ নিয়ে চলেছে। অথচ যাদের হাতে তুলে দিচ্ছে তারা এখনও নিজেদের জন্য একটা সুন্দর রাষ্ট্র ব্যবস্থা ও একটা মজবুত দৃঢ় অর্থনৈতিক ব্যবস্থা প্রণয়নে মরিয়া হয়ে লড়ছে। National Priorities Project (NPP) হচ্ছে ১৯৮৩ সালে নর্দাম্পটন, ম্যাসাচূয়েটস এ প্রতিষ্ঠিত মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গবেষণা প্রতিষ্ঠান যারা মূলত মার্কিন সরকারের খরচের তথ্য বিচার-বিশ্লেষণ করে প্রকাশ করে নাগরিকদের উদ্দেশ্যে যাতে তারা জানতে পারে তাদের প্রদত্ত ভ্যাট-ট্যক্স সরকার কী ভাবে খরচ করে। National Priorities Project (NPP) হিসাব মতে ইরাক ও আফগান যুদ্ধে ২০০১ থেকে আগস্ট ২৪, ২০১১ বিকেল ৪ টা ১৩ মিনিট পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের মোট খরচ ১২৩৭৭৫৪৬১৯৪৯ মার্কিন ডলার।

অন্যদিকে মার্কিন Center for Defense Information এর মতে ইরাক ও আফগান যুদ্ধের খরচ ২০১১ অর্থ বছরের শেষে গিয়ে দাঁড়াবে ১.২৯ ট্রিলিয়ন মার্কিন ডলার। আরো ভয়াবহ ব্যাপার অস্ত্রের বিক্রেতা ও খরিদ্দারদের চিত্র যদি আমরা দেখি। ২০০২ থেকে ২০০৯ সাল পর্যন্ত তথ্যচিত্রে দেখা যায় প্রতি বছর বিশ্বের মোট অস্ত্রের ৪০ শতাংশ অস্ত্র বিক্রি করে মার্কিন যুক্তরাষ্ট্র, যার অর্থ মূল্য প্রায় ১৬৬.২৭৮ বিলিয়ন মার্কিন ডলার। তেমনিভাবে রাশিয়া ৭৩.৯৬৫ (১৮ শতাংশ), ফ্রান্স ৩৫.১৭৫ (৮ শতাংশ), যুক্তরাজ্য ২৯.৩৭৯ (৭ শতাংশ), জার্মানী ১৯.৭৪২ (৫ শতাংশ), চীন ১৩.৬৫২ (৩ শতাংশ), ইতালী ১২.৫৩১ (৩ শতাংশ), ইউরোপের অন্যান্য রাষ্ট্র ৪৩.৭৫২ (১০ শতাংশ) ও অন্যান্য রাষ্ট্র ২২.৪৫৯ (৫ শতাংশ) বিলিয়ন মার্কিন ডলার আর এই অস্ত্রের ৪১ শতাংশ যার অর্থমুল্য ১১৭.৭১৭ বিলিয়ন মার্কিন ডলার, এর প্রধান খরিদ্দার হচ্ছে উন্নয়নশীল রাষ্ট্রসমূহ যাদের অর্থনৈতিক অবস্থা এখনও অত্যন্ত নাজুক। তেমনিভাবে সৌদি আরব ৩৯.৯ (১৪ শতাংশ), ভারত ৩২.৪ (১১ শতাংশ), সংযুক্ত আরব আমিরাত ১৭.৩ (৬ শতাংশ), মিশর ১৩.৯ (৫ শতাংশ), ভেনেজুয়েলা ১২.৭ (৪ শতাংশ), পাকিস্তান ১২.৫ (৪ শতাংশ), চীন ১১.৭ (৪ শতাংশ), দক্ষিণ কোরিয়া ৯.৮ (৩ শতাংশ), ব্রাজিল ৮.৬ (৩ শতাংশ) ও ইরাক ৮.১ (৩ শতাংশ) বিলিয়ন মার্কিন ডলার অর্থ মুল্যের অস্ত্র ক্রয় করে প্রতি বছর।

আমরা কী পারতাম না আমরা যত অর্থ, মেধা ও শ্রম মৃত্যু ফাঁদ তৈরির পেছনে খরচ করছি বরং তা ব্যয় করার কথা ছিল যথেষ্ট মানবিক বোধ সম্পন্ন একটা সবুজ পৃথিবী গড়ার পেছনে যে পৃথিবীতে মানুষ না খেয়ে মরে না, ধর্মের নামে মানুষ মানুষকে খুন করে না, যদি আমরা সভ্য সমাজের অধিবাসী হয়ে থাকি। তথ্যসূত্রঃ Sutherland, Edwin Hardin (1949): White Collar Crime. New York: Dryden Press Pontell, H. & Tillman, R. (1998): Profit Without Honor: White-collar Crime and the Looting of America. Upper Saddle River, NJ: Prentice Hall Stiglitz, Joseph E and Bilmes, Linda J: The Three Trillion Dollar War, the true cost of the Iraq conflict Josepf, Peter: Zeitgeist: The Movie সমসাময়িক জার্ণাল, আন্তর্জাতিক রাজনীতি বিষয়ক সাপ্তাহিক। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.