আমাদের কথা খুঁজে নিন

   

সিম্পনি X25 এনড্রয়েড (Android) – একটি পুঙ্খানুপুঙ্খ রিভিউ

হার্ট যা পারে হাত এবং মুখ একযোগেও তা পারে না... মাত্র পাচ ছয় দিন আগে সিম্ফনি X25 এনড্রয়েড ফোনটি কিনিলাম। নতুন নতুন যা হয় আর কী! সারা দিন ঐ লইয়াই বইয়্যা থাকি। এই কয় দিনে ইহার সকল নাড়ি নক্ষত্রই ঘাটিয়া ফেলিয়াছি। ভাবিলাম এবার একটা রিভিউ লিখিয়া ফেলি। দাম: ৯৪০০ টাকা, 4 GB মেমোরি কার্ড ফ্রি।

কনফিগারেশন: ওদের অফিসিয়াল কনফিগারেশন: • Processor: 800 MHz • Android Version: 2.3.6 • Dual SIM Dual Standby • Capacitive Multi Touch Screen • 5 MP Camera • Front Digital Camera • Bluetooth • Wifi • 1420 mAh Battery • Expandable Memory • GPS • Bengali Language Support আমার অফিসিয়াল কনফিগারেশন: Design: ডিজাইনটা আমার এবং সবার পছন্দ হইছে। জটিল ডিজাইন। এক্কেবারে গ্রেট লুক। অন্তত স্যামসাং আর সনি এরিকসনের সেটগুলার চাইতে অনেক সুন্দর ডিজাইন। Dual SIM Dual Standby: একটা জিএসএম আর একটা সিডিএমএ।

তার মানে গ্রামীন এবং সিটিসেল একসাথে উঠিয়ে রাখা যায়। Display: মারাত্নক ডিসপ্লে, স্ক্রীন খুবই সুন্দর আর জটিল নিখুত। স্ক্রীন সাইজ 320X480। Capacitive Multi Touch Screen: ক্যাপাসিটিভ টাচ স্ক্রীন হওয়ার কারণে স্ক্রীন টাচ করিয়া এত যে আরাম! স্ক্রীনে হাত দেওয়া মাত্র কাজ হইয়্যা যায়। 5 MP Camera: এইড্যা হুদাই ৫ মেগা পিক্সেল।

আসলে এত নাই। ক্যামেরা কোয়ালিটি অতটা ভাল না। কোয়ালিটিটা মাঝামাঝির কিছু উপরে, তবে সাধারন নিজের পার্সোনাল ফটোগ্রাফিতে কোন সমস্যা হবে না। Front Digital Camera: হ্যা ফ্রন্ট ক্যামেরাও আছে। Bluetooth, Wifi: এইগুলান এহন সব ফোনেই থাকে, কইয়্যা লাভ নাই।

1420 mAh Battery: ব্যাটারি খুব বেশি যায় না। মাত্র দেড় দিন। এখন বেশি টিপতেছি তাই হয়ত কিছু কম যাচ্ছে, কম টিপলে হয়ত আরো কিছু বেশি যাবে। Bengali Language Support: চেক করার আগেই মায়াবী কিবোর্ড, বাংলা ফন্ট আর বাংলা ডিকশনারি ইন্সটল দিয়া ফালাইছি, তাই কইতে পারতেছি না। Headphone: এক্কেবারে ভুয়া হেডফোন।

একদম ভালা পাই না। নোট: সেট এর উপরে কোথাও সিম্পনি লেখা নেই তাই হুট করে দেখে বোঝার উপায় নেই এটা সিম্ফনি। লোগোটা পিছনে আছে তাও খুব ছোট এবং নিচে। এটা ভাল লাগতে পারে। অন্ধকারের বস্ত্রহরণ: RAM: 423.4 MB ROM: 184.88 MB Magnetic Sensor: নাই।

Rotation Vector Sensor: আছে। Proximity Sensor: আছে। Linear Acceleration Sensor: আছে। Light Sensor: আছে। Gravity Sensor: আছে।

Accelerometer Sensor: আছে। Gyroscope Sensor: নাই। Orientation Sensor: নাই। Pressure Sensor: নাই। Temperature Sensor: নাই।

সেন্সর অসুবিধা: Magnetic Sensor নাই তাই মেটাল ডিটেকটর এ্যাপস কাজ করবে না। আমারটাতে কম্পাস এ্যাপস (Easy Compass) কাজ করে না, মনে হয় এটার কারণেই। আবার ক্যামেরা দিয়ে দূরের কোন অবজেক্টের দূরত্ব মাপার এ্যাপস (Smart Measure) ও কাজ করে না। এই কারণেই মনে হয়। ইন্টারনেট: গ্রামীনের ইন্টারনেটের স্পিড ভাল পাওয়া যায় কিন্তু ওয়ারিদেরটা অত ভাল পাওয়া যায় না।

ইন্টারনেট রিলেটেড সব এ্যাপসই কাজ করে। যে সমস্ত এ্যাপস ব্যবহার করছি। প্রিলোডেড এ্যাপস: Email: আমি এটাতে আমার ইয়াহু একাউন্ট লোড করেছি। ভালই। Gmail: এটাও ভালই।

Facebook: লোডই হইতে চায় না। পেজ আসে ঠিকই কিন্তু ওয়াল আসে না, নোটিফিকেশন দেখতে পেরেছি, কিন্তু ওয়াল আসে না। এটা এয়ারটেলের স্লো স্পিডের কারণে নাকি জানি না। জিপিতে ফেবু ট্রাই করি নি। Latitude: আমি আমার বাসায় যে জায়গায় শুইয়্যা রইছি ঠিক তার লোকেশনেই ইন্ডিকেটর জ্বলে।

হাটলে ইন্ডিকেটর আস্তে আস্তে মুভ করে। ধরুন আপনার বাসা থেকে শাহবাগ যাবেন। Direction এ সোর্স এবং ডেস্টিনেশন লিখে সার্চ দিবেন। সাথে সাথে কোন পথে আপনাকে শাহবাগ যেতে হবে, কোন রাস্তার ভায়া হয়ে, তা একেবারে নাম সহ দেখাবে। বাসে যেতে কতক্ষণ, কারে কতক্ষণ আবার হেটে গেলে কতক্ষণ লাগবে তাও দেখাবে।

দূরত্ব একুরেট কত কিলোমিটার তাও দেখাবে। ইন্সটল করা এ্যাপস: Kingsoft Office: জটিল একটা MS Office প্যাকেজ। এম এস ওয়ার্ড ফাইল ওপেন করতে পারবেন, পড়তে পারবেন, এডিট করে সেভ করতে পারবেন আবার নতুন একটা ডকুমেন্ট তৈরীও করতে পারবেন। এটার মত উপকারি এ্যাপস আর একটাও মনে হয় নি আমার কাছে। আবার সেই সাথে এক্সেলও পারবেন।

পাওয়ার পয়েন্ট এখনো ট্রাই করি নি। ezPDF Reader: জটিল একটা পিডিএফ রিডার। পিডিএফ পড়ে যে এত আরাম এটাতে! বলে শেষ করা যাবে না। PlayerPro: খুবই ইউজার ফ্রেন্ডলি মিউজিক প্লেয়ার। ঠিক যেমনটা আমার দরকার তার সব সুবিধাই দেয়।

Skype: আমি আপাতত শুধু চ্যাট করেছি। মাত্র কালেকে রাতে নেট নিয়েছি তো.....। ভিডিও বা ভয়েস চ্যাট ট্রাই করি নি। QuickDic: মোটামুটি মানের একটা ইংলিশ টু বাংলা ডিকশনারি। ওয়ার্ড ১৪ থেকে ১৬ হাজার।

Bangla: এটা ইন্সটল করলেই বাংলা পড়তে পারবেন। Mayabi: এই কিবোর্ডটা ইন্সটল করলেই বাংলা লিখতে পারবেন। InkPad: খুবই কাজের একটা নোটবুক। ডেইলি নোট রাখার জন্য খুবই সুবিধাজনক। অনেক নোটপ্যাড ইন্সটল করেছিলাম এটাকে সবচেয়ে ভাল মনে হয়েছে।

Lights: ফোনের কোন ফাংশনে টর্চ লাইট নাই। এটা দিয়ে পেছনের ফ্ল্যাশ লাইটটাকে টর্চ হিসেবে ব্যবহার করতে পারবেন। VitalPlayer: ভাল একটা ভিডিও প্লেয়ার। এটা দিয়ে GarField মুভি দেখেছি মোবাইলেই। Bluetooth File Transfer: ব্লুটুফ ব্যবহার করার জন্য খুব ভাল একটা এ্যাপস।

SMS Backup: এটা দিয়ে এছেমেছ ব্যাকআপ নেওয়া, রিষ্টোর করা সবই করতে পারবেন। Instant Heart Bit: এটা দিয়ে হার্ট বিট মাপা যায়। ক্যামেরার উপর আঙ্গুল রাখতে হয়। প্রথমে ভেবেছিলাম ভুয়া। পরে টেষ্ট করে দেখি সিগারেট খেলে রেট বেশি আসে, নরমাল অবস্থায় সব সময় প্রায় সমান আসে।

Alarm Master: এটা তো বুঝতেই পারছেন। Advanced Task Killer: এটা দিয়ে অযথা চালু থাকা অপ্রয়োজনীয় টাস্কগুলো মুছে দিতে পারবেন। Android Assistant: এটার সবচে’ বড় সুবিধা হল সিস্টেমের সকল প্রকার ইনফো দেখতে পারবেন। আরো সুবিধা হল ইজি বুষ্ট করতে পারবেন। Auto Call Answer: অন থাকা অবস্থায় কল আইলেই হইচে, সঙ্গে সঙ্গে রিছিপ।

ডিসটার্ব করবি ক্যাডায়! CalcTape: ইউজার ফ্রেন্ডলি একটা ক্যালকুলেটর। সায়েন্টিফিক ক্যালকুলেটরও এ্যাপসও ইচ্ছা করলে ইন্সটল করতে পারেন। । Call Control: কলের মধ্যে মিনিট বিপ দেওয়ার জন্য। Call Recorder: বুঝতেই পারছেন।

ConvertPad: এত বড় ইউনিট কনভার্টার এর আগে দেখি নাই। একটা মান দিলে সেটা সব রকম ইউনিটে কত ভ্যালু হবে দেখায়। ইনজানোয়ারদের জন্য খুবই কাজে লাগবে। Easy Cache Cleaner: মাঝে মাঝে ক্যাশ ক্লিন করার জন্য এটা রাখতে পারেন। Fake-Call Me: যে কোন সময় যে কোন মুহূর্তে যে কোন নামে যে কোন নাম্বার থেকে ফোনে কল আনাতে পারবেন।

কেউ বিরক্ত করার শুরু করলে এটা দিয়ে কল আনিয়ে রক্ষা পেতে পারেন। myExpensePro: নিজের খরচ হিসাব মেইনটেইন করার একটা সফটওয়্যার। SmartTools: অনেক রকম মিজারিং টুলস পাবেন। এটাও ইনজানোয়ারদের কাজে লাগবে। MyTracks: এটা দিয়ে নাকি হেটে হেটে দূরত্ব মাপা যায়, হাটার স্পিড কত ছিল তাও দেখায়।

আমি এখনো এ্যাপ্লাই করতে পারি নি। Team Viewer: এটা দিয়ে মোবাইল থেকেই পিসি কন্ট্রোল করতে পারবেন। আমি এখনো পিসির সাথে কানেক্ট হতে পারি নি। পিসিরটার সাথে ভার্সন মিসম্যাচ দেখায়। আরো ট্রাই করতে হবে।

তবে ওদের টেস্ট পিসিতে পেরেছি। গেম: আমি শুধু Angry Bird খেলেছি। থিম: SPB, TSF এগুলো ইজিলি রান হয়। সো নো চিন্তা। রুটিং: রুটিং এখনো করি নি।

সাহস পাচ্ছি না। যদি ওয়ারেন্টি ভয়েড হয়ে যায়! আবার করা যায় কি না তাও নিশ্চিত না। এানড্রয়েড এর ফেসবুক গ্রুপ: Click This Link আফটার অল: আসলে আমার যতটুকু চাহিদা ততটুকুতে আমি সন্তুষ্ট। শুধু অসন্তোষ রয়ে গেছে ক্যামেরা দিয়ে ডিসট্যান্স মাপতে পারি নি, মেটাল ডিটেক্টর নাই এগুলাতে। আবার ক্যামেরাতেও পুরোপুরি খুশি না।

তাছাড়া সব মিলিয়ে আমি কম দামি এই মোবাইলে মোটামুটি সন্তুষ্ট। এখন আপনার পালা। পুনশ্চ: যে কোন প্রয়োজনে আমাকে মেইল দিতে পারেন। সবাইকে ধন্যবাদ নাজমুল হাসান নিরো ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।