আমাদের কথা খুঁজে নিন

   

১৩দফার কি হাল জনাব? কোন পথে দেশ?

ট্রুথ নট সেইড টুডে, কুড টার্ন টু আ লাই টুমোরো আল্লামা শফি ভাষন না দিয়ে চলে গেলেন। তাহলে কি দাড়ালো ব্যাপারটা? আল্লামা ডাকলেন। বিএনপি সহযোগিতার আশ্বাস দিলো (জানি না কয়জন গিয়েছিল খালেদার ডাকে)। লাখো মানুষ আসলো। সবাই জিকির করলো।

পুলিশের সাথে মারামারি লাগলো। এরপরে আল্লামা সাহেব দেখা দিলেন না। প্রায় মিলিটারি কায়দায় আধাঘন্টায় পিটায়ে তুলে দেয়া হইলো শাপলা চত্ত্বর থেকে। সবাই যে যার মতো ফি্রে গেল। ফেলায়ে গেল কিছু লাশ।

এই লাশের সংখ্যা কত তা দিয়া ঘটনার মাজেজা যে যার মতো উপলব্ধি করতেছি। ৫/৫০/৫০০/২৫০০, এগুলা শুধুই সংখ্যা। ৫০০ হইলে পাশবিক, ২৫০০হইলে পাকিস্তান। পিলখানাতেও কিন্তু লাশের সংখ্যা আর অবস্থা দেইখা পাবলিক সেন্টীমেন্ট ১৮০ডিগ্রী ঘুইরা গেছিল। এখন সেই থ্রেশল্ড কতো? সাভারের ৬০০লাশের পরে কি আমাদের লাশের থ্রেশল্ড বাইড়া গেছে? এই সমীকরনের বাইরে নেতাদের কথা জানতে চাই, তারা ১৩দফার কিভাবে আদায় করবেন? রাজনীতি করবেন না।

সাধু। আবার সহযোগী দল (বিএনপি জাপা জামাত)গুলারেও বলতেছেন না ১৩দফা মেনিফেস্টোতে দিতে। ক্ষমতায় থাকা যাবে না হুমকি দিলেন- এখন বলে যান ক্ষমতায় থাকা যাবে। আর থাকতে হইলে এইভাবে মানুষ মারতে হবে। ঘরের বাইরে আসতে ভয় থাকলে লাদেনের মতো ঘরে বসেই ভিডিও ছাড়েন।

শুনতে চাই বড় হুজুর কি বলতে চান। খালেদা হাসিনা অনেক শুনসি। কয়জন নাস্তিক বা ইসলামবিরোধীর তালিকা করসেন? কার কি ক্ষতি করতে পারসেন? নাকি ক্ষোভ শুধুই সরকারের উপরে? তাইলে সরকার বিরোধী আন্দোলনের ঘোষনা দেন বিএনপির সাথে। তত্ত্বাবধায়কের আন্দোলনই করেন। আছি সাথে।

নাস্তিক সরকার(হেফাজতের ভাষ্য অনুযায়ী) সব দাবি মাইনা নিবে কেন আশা করতেছেন? এইসরকের দেশে বিদেশে সবাই শুরুর দিন থেকে সেক্যুলার বলেই জানে। তাহইলে এদের কাছে ১৩দফার আশা করেন কেন? মদিনা সনদের বয়ান শুনে? একমুখে দুই কথা কি রাজনীতিবিদদের মুখে ৪২বছর শুনেন নাই? হাসিনায় এতো আস্থা কেন আপনাদের? যদি সত্যিকারের ইসলামসম্মত আইনের শাসন চান তাহইলে কেন তার ফ্রেমওয়ার্ক খাড়া করতেসেন না? হাসিনা/খালেদা যদি মুখে বলে ১৩দফা মানলাম, আর কাজে করে উল্টা তাতে কি সমস্যার সমাধান হবে? নাকি ঘনঘন ঢাকায় আসতে হবে হেফাজতকে? কোন আইন কোরআন হাদিস সম্মত আর কোনটা বিরোধী, তার ব্যাখ্যা কে দিবে? কারাগারের আল্লামারা (শয়তান ও সাঈদী) নাকি হাটহাজারীর আল্লামা? প্লিজ ঝাইড়া কাশেন। সমাধানের দিকে আসেন লাশের রাজনীতির দিকে না। যদি আসলেই পরিবর্তন চান তাহইলে খালেদাকে বলেন মেনিফেস্টোতে ইরানের মতো ১২ সদস্যের গার্ডিয়ান কাউন্সিল করতে, যার ৬জন ইসলামিক আইন বিশেষজ্ঞ, বাকি অর্ধেক মানুষের বানানো আইনে আইনজ্ঞরা, যারা পার্লামেন্ট দ্বারা নির্বাচিত হবেন। দয়া কইরা সমাধানে আসেন, পাবলিক ভোটে যান।

মনে রাখবেন, কেউ কাউরে সমূলে ধ্বংস করতে পারবেন না। সেই চেষ্টা বৃথা। দাঙ্গা ফ্যাসাদ মানুষ যেমন পছন্দ করে না, আল্লাহও পছন্দ করেন না। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.