আমাদের কথা খুঁজে নিন

   

সামুতে ভাল লেখার ভাত নাই (ব্লগে ১০,০০০ হিটপূর্তি উপলক্ষে সামু-পর্যালোচনা + আত্মপর্যালোচনা)

সামু’র আর ১০টা ব্লগারের মত আমিও খুবই সাধারণ একজন ব্লগার। কিছু কিছু ক্রাইটেরিয়া হিসাব করলে আমি গড়পড়তা ব্লগারেরও নিচে। আমার কোন সিন্ডিকেট নাই, নির্দিষ্ট কোন বিষয়ে লিখিনা বলে আমাকে ফলো করা কোন পাঠকগোষ্ঠি নাই, এমনকি কোন সময় পোস্ট দিলে হিট বেশি খাবে ঐ চিন্তা করেও পোস্ট দেইনা কখনো (১ জানুয়ারি ভোরবেলা লেখা পোস্টও আছে আমার, যখন রাতে সবাই থার্টি ফাস্টের নাচানাচি শেষে ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে)। বড় পোস্ট লেখার ধৈর্য্য কম বলে মাঝেমধ্যে ভাল লেখার আইডিয়া মাথায় আসলেও লেখা হয়ে ওঠে না আলসেমির কারণে। আর সবচেয়ে বড় কথা, আমার লেখালেখির হাতও যে খুব একটা ভাল, তা-ও না।

যখন যা মনে আসে তা-ই লিখি নিজের মনের খোরাকের জন্য। কখনো কখনো খুবই আনন্দে লেখা হলেও, তীব্র রাগ কিংবা ঘৃণার বহিঃপ্রকাশ হিসেবেই লেখা হয় বেশি (ইদানীং অনেককেই দেখি "চলেন আজ রাতে আড্ডা দেই" শিরোনামে এক রাতেই হাজারখানেক হিট আর ২৫০+ কামাইতে, ওদের জন্য আমার সমবেদনা )। এইসব কারণেই সামান্য ১০,০০০ হিটের মাইলস্টোন পার করতে এই অধমের দীর্ঘ ১ বছর ৬মাসে ৩৯টি (এই পোস্ট ৪০নাম্বার) পোস্ট প্রসব করতে হয়েছে। প্রায়ই দেখা যায় আমার খুব পছন্দের কিছু লেখা কখনোই আম-ব্লগারদের চোখে পড়েনা। অথবা দিনের পিক-আওয়ার আসতে আসতে আমার লেখা প্রথম পেইজ ছাড়িয়ে ১০-১২ নাম্বার পেইজে চলে যায়।

তাই অনেকসময় যখন দেখি রাগের বশে লেখা কোন পোস্টে ১০০০-১২০০ হিট ছাড়িয়ে গেছে, অথচ অনেক যত্ন করে লেখা পোস্ট ১০০জনও দেখেনি, তখন মনটা খারাপ হয়ে যায়। তাই আজকে এই পোস্টটা লিখছি নিজের যেসব লেখার প্রতি অবহেলা করেছি, সেই অবহেলার প্রায়শ্চিত্ত করতে এবং একই সাথে আমার লেখা সবচেয়ে হিট পোস্টগুলোরও লিস্ট, যেইগুলা পড়লে বুঝবেন সামু'তে ভাল লেখার তুলনায় চুলকানিমূলক লেখার দাম কত বেশি (পোস্টগুলো ক্রমানুসারে দেওয়া, আমার পছন্দের র‍্যাঙ্কিং অনুসারে না)... >> ত্রিমাত্রিক মগজে চতুর্থমাত্রার চিন্তাভাবনা **ফ্লপ** আমি ব্লগে রেজিস্ট্রেশনই করেছিলাম এই পোস্টের জন্য। বিজ্ঞান বিষয়ক লেখা। এখন পর্যন্ত লেখা সবচেয়ে বড় পোস্ট, পাঠকরা যেটাকে নিদারুনভাবে অবহেলা করে এড়িয়ে গেছে (পোস্টের শেষে দুইটা প্রশ্ন আছে, যেগুলোর উত্তর কেউ দেয়নি বলে দ্বিতীয় পর্ব এখনো লেখা হয়নি) >> পরিমল, পার্সোনা, আবুইল্যার পর সামু-ফেবুতে 'জাগো' তোলপাড়!!! **হিট** জাগো-বিষয়ক লেখা। বাঙ্গালিরা একজন যদি কারো বিরুদ্ধে লিখে, তাইলে বাকীরাও তার পিছনে আদা-জল খেয়ে লাগে।

লেখার মেরিট থাকলেও কমেন্ট করে, না থাকলেও করে >> অনেকদিন পর দেখা একটা কোরিয়ান মুভি... 71: Into the Fire **ফ্লপ** মুভি রিভিউ >> বাংলাদেশী হওয়ার চেয়ে পাকিস্তানি হলেই ভাল ছিল মনেহয় **সেমি-হিট** পলিটিকাল পোস্ট। প্রচণ্ড রাগের মাথায় লেখা। কিছু কিছু ব্লগার শুধুমাত্র এই পোস্টের টাইটেল দেখেই আমাকে ছাগু ট্যাগ দিয়েছিল >> ২০১২ এর প্রথম ভোর (একটি ফটোব্লগ-মিনি ভ্রমণকাহিনী) **সুপার-ফ্লপ** আমার সবচেয়ে পছন্দের ৩টা পোস্টের মধ্যে একটা। এই পোস্টের দুইটা কমেন্ট এইখানে উদ্ধৃত করার লোভ সামলাতে পারছি না > রিজওয়ানুল ইসলাম রুদ্র বলেছেন: গায়ে একটা হলুদ পাঞ্জাবি থাকা দরকার ছিলো না... বর্ণনা পড়ে তো ঐ গোত্রেরই খাঁটি একজন মনে হচ্ছে! + লেখক বলেছেন: কানাগলি আর নেড়িকুত্তার সাথে একজন একলা যুবকের কম্বিনেশন দেখলেই বাঙ্গালির মাথায় হিমু ছাড়া দেখি আর কিছু আসেনা... (সত্যি বললে আমি হিমু কর্তৃক ব্যাপকভাবে প্রভাবিত) >ইমরাজ কবির মুন বলেছেন: অতি চম​ৎকার​. আপনার এ পোষ্টটি প​ড়েছিলেম অনেক আগে কিন্তু ওয়াচ এ থাকার দরুন কমেন্ট করতে পারিনাই. ইচ্ছা ছিল কমেন্ট করতে পারার ক্ষমতা(!) পেলে সবার আগে আপনারটায় করবো, আজ জেনারেল পদে উন্নীত হ​য়ে মনোবাসনা পূর্ণ করলাম​. >> প্রধানমন্ত্রী হলে আমি যা যা করতাম... **ফ্লপ** অতিমানবীয় রাজনৈতিক বিশ্লেষণ যদিও আমি এখনো এরকম একটি সরকার-ব্যাবস্থার স্বপ্ন দেখি >> মমতা!!! হু দা ** ইজ শী???? **ফ্লপ** পলিটিকাল পোস্ট, পানিচুক্তি নিয়ে >> বিম্পি-লীগুল্যান্ড... কয়বছরের মধ্যেই নামে-মাত্র 'গণতন্ত্র' যে দেশের মাইনষেরে আক্ষরিক অর্থেই ন্যাংটা কইরা ছাড়ছিল!! (অশ্লীল পোস্টের জন্য অগ্রিম ক্ষমাপ্রার্থী) **হিট** সম্পূর্ণ পলিটিকাল স্যাটায়ার। বিম্পি-লীগের মায়রে বাফ >> শুধুমাত্র সংসদ সদস্যপদ বাঁচাতে বিএনপি আজকে সংসদে গেছেঃ এহেন উদ্দেশ্যমূলক অগণতান্ত্রিক বক্তব্যের তীব্র নিন্দা জ্ঞাপন করছি **ফ্লপ** আরেকটা পলিটিকাল স্যাটায়ার এশিয়া কাপ আর জাতীয় সংসদকে কেন্দ্র করে (অনেক পাঁড় বিম্পি সমর্থক ব্লগার ধরতেই পারেনাই এইখানে যে তাদের ব্যাঙ্গ করা হয়েছে) >> এহ হে রে...অল্পের লেইগা এশিয়াকাপ মিস হইয়া গেল।

পুনম পাণ্ডে আর ২টা দিন আগে কাপড় খুললেই তো ইন্ডীয়া ফাইনাল খেলে(এই পোস্টের জন্য আমি জেনারেল হয়েছিলাম) **হিট/ফ্লপ জানার আগেই সামু কর্তৃক জেনারেল এবং পোস্ট ড্রাফটে প্রেরণ** কিচ্ছু কওয়ার নাই। মাঝে কয়েকটা দিন জেনারেল খাওয়ার দুঃখে আধামরা ছিলাম এই পোস্টের জন্য। পড়ে ফেসবুকে রিলিজ দিছিলাম লেখাটা >> কয়েকটা লাশ না ফেললে মনে শান্তি পাবো না, মানবজাতিকে পবিত্র করতে কয়েকটা লাশের বড় প্রয়োজন সামাজিক দায়বদ্ধতা থেকে লেখা পোস্ট,হিট/ ফ্লপের হিসাব করবনা। তবে যথেষ্ট পরিমাণে কমেন্ট এসেছিল। আর কোন পোস্ট না দেখলেও এইটা দেখবেন মানুষ কতটা পশু হতে পারে জানার জন্য... >> রাগের মাথায় একটি ভুল এবং এরপর তাৎক্ষনিক ক্ষমাপ্রার্থনা এই দুইটা পোস্ট নিয়ে বেশি কিছু বলব না।

সামু যে ইদানীং গুজব ছড়ানোর সবচেয়ে ভাল মাধ্যম, এই পোস্টে আমি নিজেকে দিয়ে বুঝেছি >>আরেকজনের লুলামীর জন্য কি আমার রোজা ভাঙবো??? **সেমিহিট** রোজা উপলক্ষে লেখা সচেতনতা-মূলক পোস্ট। একটু কষ্ট করে পড়বেন, বেশি বড় পোস্ট না (এই পোস্ট দিয়াই দশ হাজারী ল্যান্ডমার্ক পার করছি) পোস্ট শেষ, খোদা হাফেজ। ইফতার কইরা আসেন গিয়া এইবেলা। হ্যাপি ব্লগিং ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।