আমাদের কথা খুঁজে নিন

   

লা জবাব !

এখানে বিনামূল্যে বিশ্ব-বিখ্যাত মাইন্ড বৈজ্ঞানিক দ্বারা মাইন্ড রিলেটেড এনি প্রবলেম অতি যত্ন সহকারে সলভ করা হয় । -- ঈশ্বর দর্শন ! – *ও নানী ! আপনার বাড়ি কই? -আমার বাড়ি নাইরে বাবা এই শরীরেই আমার বাড়ি এইহানেই আমি থাকি এইহানেই আমার বেহেস্তো এইহানেই আমার মসজিদ – মন্দির এইহানেই “গুরু” আমার আশ্রয় । *আপনার কেউ নাই? -তুমরা সুবাঈ তো আমার ! আমি সুবাইয়ের মা সুবাইরে পাইল্লা পুইশা মানুষ করাই আমার ধম্ম কম্ম রে বাবা, (রিকশা ওয়ালা ও আমাকে বলছেন) ঃ- কুন সহালে খাইছো , পেটে আছেনি ! আইয়ো , আইয়ো । *না গো নানি , ভাত খাইছি আমগো লেইগা দোয়া করলেই হৈবো নানি, অহন যাই । -যাওন নাই গো বাবা, ভালা থাইয়ো । * --কাজ-- প্রতিক্রিয়া আমার নাই কিছুই শুধু একটা ক্রিয়াই আমার মধ্যে বহমান- “ভালবাসার সম্মান” যেকাউকে , যেকোন স্থানে , যেকোন সময়ে । ভাব মারিনা , Mind করিনা , মনে করা করির নাই কিছুই মন আমার শিশু সহজ মা আমি বজ্র অটল । * --ব্যাক্তিগত-- অযথাই অতৃপ্তির জ্বালা যন্ত্রনায় পুরে মর তুমি একলাই অথচ আমি টের পাইনা কিছুই কারন আমি সেই সুশিতল জল সেই স্নিগ্ধ সতেজ হাওয়া । আমার পরশে – আগুন পুরে হয় ছাই হেসে ওঠে ধোয়া ! আমার না হও তুমি না হবে তাতে আমার কিসসু আসে যায় না আমি যে তোমারি আর তোমার ভালো , সেতো আমিই । * --Dam Care-- শির উড়ে যাক যাবে শিশুর মত হাসবোই প্রান যায় যাক যাবে ফুরফুরে হাওয়া বইবোই আমার শরীর ফেটে রক্তের স্রোত বেরিয়ে যাক ভালোবাসবোই যন্ত্রনারা গেয়ে যাক যত যন্ত্র সঙ্গীত “অটল সহজ” ঝর্নাধারা ঝরে পরবোই *

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।