আমাদের কথা খুঁজে নিন

   

ড্রাইভের ব্যাকগ্রাউন্ড হিসেবে ছবি ব্যবহার করুন খুব সহজে..

মিথ্যার চেয়ে সত্য বলা কঠিন। এই কঠিন কাজটিই করে যাচ্ছি এবং যাবো সাধারনত মাই কম্পিউটারের ড্রাইভগুলোর ব্যাকগ্রাউন্ড কালার সাদা থাকে। ছোট কিছু সফটওয়্যার দিয়ে আপনি চাইলে সহজেই ড্রাইভের ব্যাকগ্রাউন্ড হিসেবে ছবি ব্যবহার করতে পারেন। এমনি একটি সফটওয়ার হল Drives Background Image এই সফটওয়ারটি দিয়ে আপনি ড্রাইভের পাশাপাশি পেনড্রাইভেরও ব্যাকগ্রাউন্ড ইমেজ পরিবর্তন করতে পারেন। আসুন সফটওয়ারটির ব্যবহার দেখি - এই সফটওয়ারটির ব্যবহার খুব সহজ।

সফটটি ওপেন করে পাশের অপশনগুলো থেকে সিলেক্ট পিকচার বাটনে ক্লিক করে আপনি ব্যবকগ্রাউন্ড হিসেবে ব্যবহারের জন্য ছবি সিলেক্ট করতে পারেন। ছবি সিলেক্ট হলে এরকম প্রিভিউ দেখাবে তারপর আপনি নিচের এভাইলেবল ড্রাইভস অপশন থেকে ড্রাইভ সিলেক্ট করবেন যে কোন ড্রাইভের ব্যাকগ্রাউন্ড হিসেবে ছবি ব্যবহার করবেন। ড্রাইভ সিলেক্ট করার পর পাশের অপশনগুলো থেকে সেট ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করলে আপনাকে কালার সিলেক্ট করতে হবে। এই কালার হল আপনার ফোল্ডারগুলোর ফন্ট কালার। ছবি অনুসারে আপনি ফোল্ডারগুলোর নাম বুঝতে যে কালার কমফোর্টেবল মনে হবে তাই সিলেক্ট করুন।

সেট ব্যাকগ্রাউন্ড ক্লিক করার পর নির্দিষ্ট ড্রাইভে যেয়ে দেখুন আপনার ড্রাইভের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে গিয়েছে। আর ব্যাকগ্রাউন্ড বাদ দেওয়ার জন্য সেট ব্যাকগ্রাউন্ড অপশনটির নিচেই আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। এই অপশনটিতে ক্লিক করলেই ব্যাকগ্রাউন্ডটি পুনরায় সাদা হয়ে যাবে। ডাউনলোড লিংক - Drives Background Image 3.0: Free Download যারা উইন্ডোস - ৭ ব্যবহার করছেন যদি উপরের সফটওয়ারটিতে সমস্যা হয় তাহলে এই সফটওয়ারটি চেস্টা করে দেখুন - Windows 7 Folder Background Changer 1.1 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.