আমাদের কথা খুঁজে নিন

   

কথাশিল্পী হুমায়ুন আহমেদের প্রয়াণ, আমার ভাবনা।

আমার পোস্ট আমার মতামতঃ যে কারো মতের সাথেই দ্বিমত হতে পারে। একজন জনপ্রিয় কীর্তিমান কথাসাহিত্যিকের প্রয়াণ অবশ্যই দুঃখজনক। আমরা প্রাণী, প্রতিটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তার সাহিত্যকর্ম যুগ যুগ ধরে তাকে স্মরণীয় করে রাখবে সাহিত্যপ্রেমীদের অন্তরে এতে কোন সন্দেহ নেই। আমি তার সাহিত্যকর্মের বেজায় অনুরাগী না হলেও লেখার ভিন্নধর্মি কৌশলের কারণে পছন্দ করি।

শৈশব থেকেই গল্প উপন্যাসের প্রতি আমার চরম আগ্রহ, লেখক যেই হোকনা কেন মানসম্পন্ন লেখা হলে আমার গিলতে আপত্তি নেই। ব্যক্তিগতভাবে আমি কোন লেখকেরই তেমন অনুরক্ত না যে তাদের মৃত্যুতে নাওয়া খাওয়া ভুলে যাওয়ার দশা হবে। তার ব্যক্তিজীবন নিয়ে আমার মাথাব্যথার আপাতত কোন প্রয়োজন নেই, তার হাজিরা আমি দেবনা। এরশাদ, জিয়া, শেখ মুজিব কারো ব্যক্তিজীবন নিয়েই নয়। তার ব্যক্তিজীবন নিয়ে কারও এলার্জি থাকলে আপাতত চুপ থাকাই বেটার।

কাঁটা ঘায়ে নুনের চিটা দেয়াটা ভালো কিছুনা। কিন্তু এই ঘটনায় গত রাত থেকে ভার্চুয়াল দুনিয়ায় অদ্ভুত একটা প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি, বাংলাদেশের রুপালি পর্দার হার্টথ্রুভ তারকা সালমান শাহ্‌র মৃত্যুতে সারা দেশে ব্যাপক আহাজারি হয়েছিল, বেশ কিছু তরুণী আত্মহত্যাও করেছিল বলে শুনেছি। ব্যক্তিপূজার মাত্রা অতিক্রমের প্রসঙ্গে সকালে স্ট্যাটাস (অতিরিক্ত কিছুই ভালো না.. বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। :/) দেয়ায় এক অর্বাচীন অকালপক্ব নাস্তিক সদম্ভে উষ্মা প্রকাশ করে আমার ফ্রেন্ড লিস্ট থেকে ওয়াক আউট করেছে। আর শিবিরপন্থী অনেকে আবার হুমায়ন আহমেদকে সাচ্চা মুমিন বানাতে মরিয়া হয়ে পড়েছে, অনেকে আবার তার সাহিত্যকর্মের কিছু আপত্তিকর প্রগ্রেসিভ কোটকে আবেগের জোরে জায়েজ ঘোষণা করতেও মরিয়া, এই জামাআত শিবিরকে তিনি দুচোখে দেখতে পারতেন কিনা আমি সন্দিহান।

তিনি আস্তিক না নাস্তিক সেটা আল্লাহ ভালো জানেন, কর্মে তার প্রমাণ নাও থাকতে পারে। কে পছন্দ করল কে না করল তা ভেবে আমার মনের কথা লুকিয়ে রাখার প্রয়োজন মনে করছিনা।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.