আমাদের কথা খুঁজে নিন

   

বিদ্যুৎ বিলের ভোগান্তি

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি। আজকের পত্রিকার একটা খবরে চোখা আটকে গেল। প্রতিদিনেই এমন খবর আছে যাতে চোখ আটকে যায়। কিন্তু এই খবরটা বেশ চাঞ্চল্যকর। ব্যাপারটা সরকারের এবং সরকার প্রধানের সাফল্যের প্রমাণ এবং বহুল বিতর্কিত বিদ্যুৎ খাত।

এমনিতেই মানুষ বিদ্যুৎ সমস্যায় জেরবার হয়ে আছে। তার উপরে এমন ভৌতিক বিল তাদের ক্ষপিয়ে তুলতে যথেষ্ট। আর এই ঘটনা প্রমাণ করে যে সরকার কতখানি জন বিচ্ছিন্ন এখন। না কি পিডিবি ভৌতিক এই বিল তুলে সরকারের হাতে পদ্মা সেতুর চাঁদা হিসাবে দেবে, কিন্তু তাদের বেতনের টাকা ঠিক থেকে যাবে -- যদিও বলা হবে তারা এক দিন বা এক মাসের বেতনের টাকা দিচ্ছে। আসলে তারা এই ভৌতিক বিলে থেকে টাকা তুলে তাদের টাকা হিসাবে চালিয়ে দেবে! মূল সংবাদঃ Click This Link সংবাদের নীচে কিছু মন্তব্য আছে।

যেমন একজন বলেছেন, তার মিটারে রিডিং ছিল ৩৮৩ ইউনিট, সেটা লিখেও নিয়ে গেছে মিটার রিডার, কিন্তু বিলে লেখা হয়েছে ৪০৩ ইউনিট। নিয়ম অনুযায়ী ৪০০ ইউনিটের পরে মাত্র তিন ইউনিটের বিল হওয়ার কথা বর্ধিত হারে। কিন্তু পিডিবি-র চাঁদাবাজরা তা করে নাই। তারা পুরো ৪০৩ ইউনিটকেই বর্ধিত হারে মূল্যায়ন করেছে। এইটা বিশাল একটা বে-ইনসাফি।

সেই কথাও একজন গ্রাহক এবং পাঠক বলেছেন। সমস্যা হচ্ছে ভুল মিটার রিডীং-এর দোষে ঐ মিটার রিডারের কোন সাজা হবে না। এবং আমরা এও জানি, সে ঢাকাতে আরেকটি বাড়ী বা ফ্ল্যাট কিনতে যাচ্ছে। পিডিবি তাদের সিস্টেম লসের জন্য নিজেরাই দায়ী, কিন্তু তার মাশুল উঠাচ্ছে সাধারণ মানুষের পকেট কেটে। মধ্যবিত্তের ঘরে এখন টিভি-ফ্রিজের বাইরেও হরেক রকমের ইলেক্ট্রনিক সামগ্রী আছে।

সেগুলোতে বিদ্যুৎ লাগে বেশি। কিন্তু ৪০০ ইউনিটের বেশি হলেই পুরো ব্যবহারের উপরে মূল্যায়ন করাটা কি বেশি রকমের বে-আইনি হয়ে গেল না? আমরা কি আয়করের ক্ষেত্রে বিভিন্ন স্লটে আয়কর পরিশোধ করি না? তেমন নিয়ম কেন বিদ্যুতের ক্ষেত্রে খাটবে না? বিল মানুষ দেবে, কিন্তু সেই সাথে লোডশেডিং-এর দূর্ভোগের কথা মাথায় রেখে সরকারকে কয়েকবার গালিও দেবে। এখন ক্ষমতার সাড়ে তিন বছরের মাথায় কি সরকার বিএনপি-জামাতকেই দায়ী করবে এই বিশাল অনিয়মের জন্য? আর যদি তা না হয়, তা হলে দায়ী কে? তাদের কি শাস্তি হবে আদৌ? আমাদের দেশের নিরিখে নির্দ্বিধায় বলা যায়, কারুর কোনই শাস্তি হবে না। এমন কি এই ভুলের জন্য কর্তৃপক্ষ ক্ষমাও চাইবে না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.