আমাদের কথা খুঁজে নিন

   

আগামী ২৪ আগস্ট উদ্বোধন হতে যাচ্ছে এযাবৎ কালের দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র। জাতীয় গ্রিডে যোগ হতে চলেছে ৪১২ মেগাওয়াট বিদ্যুৎ।

বেপোয়া মানুষ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৪ আগস্ট হরিপুর-৪১২ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করবেন। বর্তমান সরকারের সময় নির্মিত এটিই সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র। মার্চে বিদ্যুৎ কেন্দ্রটির সিম্পল সাইকেল উৎপাদনে আসে। আগামী মাসের শেষ সপ্তাহে বিদ্যুৎ কেন্দ্রের কম্বাইন্ড সাইকেল উৎপাদনে আসবে। এর ফলে জাতীয় গ্রিডে নতুন আরও ৪১২ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।

এর মধ্যদিয়ে দেশে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের স্থাপিত ক্ষমতা সাড়ে নয় হাজার মেগাওয়াট অতিক্রম করবে। গ্যাস চালিত কেন্দ্রটিসহ আশপাশের অন্য কেন্দ্রগুলোর জন্য একটি পৃথক পাইপ লাইন নির্মাণ করছে জিটিসিএল। ফলে বিদ্যুৎ কেন্দ্রটির গ্যাসের কোন ঘাটতি থাকবে না। রাজধানীর অদূরে সিদ্ধিরগঞ্জের হরিপুরে স্থাপিত কেন্দ্রটি উৎপাদনে এলে রাজধানী এবং নারায়ণগঞ্জ এলাকার বিতরণ ব্যবস্থা আরও উন্নত হবে। আগামী সেপ্টেম্বরের শেষ দিকে বিদ্যুৎ কেন্দ্রটি পূর্ণমাত্রায় উৎপাদনে আসবে।

হরিপুর পুরানো ১০০ মেগাওয়াট কেন্দ্রের পাশে আট দশমিক ৫৭৩ একর জমির ওপর বিদ্যুত কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। কেন্দ্রটির জন্য প্রতিদিন ৬৪ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন হবে। এ জন্য হরিপুর ৪১২ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রে গ্যাস সরবরাহ করতে জিটিসিএল ইতিমধ্যে পৃথক একটি সরবরাহ লাইন নিমার্ণ করেছে। এ ধরনের বড় বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে এলে বিদ্যুৎ উৎপাদন ব্যয়ে ভারসাম্য সৃষ্টি হবে। রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র থেকে উচ্চদরে বিদ্যুৎ কেনা হলেও এ ধরনের কেন্দ্রের উৎপাদন ব্যয় এক টাকার মধ্যে থাকায় পিডিবির বিদ্যুৎ ক্রয়ে খরচ কমবে।

বর্তমান সরকার দায়িত্ব নেয়ার সময় দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল চার হাজার ৯৩১ মেগাওয়াট। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কার্যাদেশ দেয়ার ফলে এখন পর্যন্ত চার হাজার ২২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা বেড়েছে। হরিপুরের কেন্দ্রটি উৎপাদনে এলে যা বেড়ে দাঁড়াবে চার হাজার ৬১২ মেগাওয়াটে। দেশে এখন দিন ভেদে গড়ে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে সাড়ে ছয় হাজার মেগাওয়াট। এখন পর্যন্ত রেকর্ড ছয় হাজার ৬৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে।

এই কেন্দ্রটির উৎপাদন যোগ হলে প্রতিদিনের সাধারণ বিদ্যুৎ উৎপাদন সাত হাজার মেগাওয়াট অতিক্রম করবে। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের চাক্ষুস প্রমাণকে আমরা কিভাবে অস্বীকার করব।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।