আমাদের কথা খুঁজে নিন

   

ছবি-ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি

[ • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক এক ছাত্রীসহ দু’নারীর ছবি বিকৃত করে এবং আপত্তিকর ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ায় তাদের দু’বখাটে বন্ধুকে আটক করেছে র‌্যাব। আটকরা হচ্ছে, রাসু বড়ুয়া (২৭) এবং শাহ আজিজ (২৫)। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে র‌্যাব সদস্যরা পৃথকভাবে নগরীর আগ্রাবাদ সিজিএস কলোনি ও নাসিরাবাদে অভিযান চালিয়ে এ দু’জনকে আটক করে। র‌্যাবের চট্টগ্রাম জোনের উপ-অধিনায়কলে. কমান্ডার নূরুজ্জামান বাংলানিউজকে জানান, নগরীর হিলভিউ হাউজিং সোসাইটির বাসিন্দা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদ থেকে সদ্য পাশ করে বের হওয়া এক ছাত্রী সোমবার র‌্যাব কার্যালয়ে অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের সহপাঠী রাসু বড়ুয়া তার বিভিন্ন ছবি বিকৃত করে ইন্টারনেটে ছেড়ে দেওয়ার কথা বলে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। অন্যদিকে একই সময়ে হাটহাজারী উপজেলার নাসির উদ্দিন নামের এক ব্যক্তি র‌্যাব কার্যালয়ে অভিযোগ করেন, ১৯ জুলাই তার মেয়ের বিয়ের দিনক্ষণ নির্ধারিত হয়েছে।

কিন্তু মেয়ের কলেজের সহপাঠী শাহ আজিজ তার কাছে বিভিন্ন আপত্তিকর ভিডিও এবং ছবি আছে বলে তাদের এবং হবু বরকে হুমকি দিচ্ছে। বিয়ে দিলে সে এগুলো ইন্টারনেটে ছেড়ে দেবে। এসব তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা দু’জনকে আটক করতে অভিযান শুরু করেন। রাতে রাসুকে নাসিরাবাদ থেকে এবং শাহ আজিজকে সিজিএস কলোনি থেকে গ্রেফতার করেন। নূরুজ্জামান জানান, তাদের কাছ থেকে বিকৃত করা ছবি, আপত্তিকর ভিডিওসহ মোবাইল ফোনের বেশ কয়েকটি মেমোরি কার্ড উদ্ধার করা হয়েছে।

সুত্রঃ- সুপ্রভাত ডেস্ক ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।