আমাদের কথা খুঁজে নিন

   

এইচএসসিতে পাসের হার ৭৮.৬৭%

পৃথিবীটা যদি একটা বিশাল নদী হয় , তবে আমি ভাববো পৃথিবীর উপর আমি একটি ভাসমান নৌকা । যার ধর্মই হচ্ছে বয়ে চলা । খুলনানিউজ.কম:: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় মোট পাসের হার ৭৮.৬৭%। সকাল ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পরীক্ষার ফল হস্তান্তর করা হয়েছে। এ সময় শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদসহ সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি অধ্যাপক ফাহিমা খাতুন জানান, দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের সার্বিক বিষয় তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। দুপুরের পর থেকে http://www.educationboardresults.gov.bd এ ওয়েবসাইটে শিক্ষার্থীরা ফল জানতে পারবেন। এছাড়া মোবাইলের মেসেজ অপশনে গিয়ে HSC টাইপ করে বোর্ডের নামের প্রথম ৩টি অক্ষর স্পেস দিয়ে রোল নাম্বার, স্পেস দিয়ে শিক্ষাবর্ষ টাইপ করে ১৬২২২ নম্বরে সেন্ড করেও ফলাফল জানা যাবে। উল্লেখ্য, গত ১ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে ২২ মে শেষ হয়। এ পরীক্ষার তত্ত্বীয় অংশের পরীক্ষা ১ এপ্রিল শুরু হয়ে ২০ মে শেষ হয়।

আর ২৩ মে থেকে ৬ জুন পর্যন্ত অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা। দেশের ২ হাজার ১৯৬টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ৯ লাখ ২৬ হাজার ৮১৪ জন ছাত্রছাত্রী অংশ নিয়েছে। তাদের মধ্যে ৪ লাখ ৯৬ হাজার ৩৯৫ ছাত্র ও ৪ লাখ ৩০ হাজার ৪১৯ ছাত্রী। এবারই প্রথম বাংলা প্রথমপত্র সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে।

আগামী বছর বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য বিভাগে ১টি করে আরো ৩টি বিষয় সৃজনশীল পদ্ধতি হবে। ২০১০ সালে এই ব্যাচের মধ্য দিয়েই এসএসসিতে সৃজনশীল প্রশ্নপদ্ধতি চালু হয়। পরীক্ষার্থীদের মধ্যে ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে রয়েছে ৭ লাখ ৫০ হাজার ৮৫২ জন পরীক্ষার্থী। এর মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে ২ লাখ ৩৫ হাজার ৭২০ জন, যশোরে ১ লাখ ৭ হাজার ৩৮০ জন, রাজশাহীতে ১ লাখ ৬ হাজার ৮০০ জন, দিনাজপুরে ৮৭ হাজার ১৮৩ জন, কুমিল্লায় ৭৮ হাজার ৮৯৩ জন, চট্টগ্রামে ৫৪ হাজার ৪৫৩ জন, বরিশালে ৪২ হাজার ৬৮০ জন এবং সিলেট শিক্ষা বোর্ডে ৩৭ হাজার ৭৪৩ জন। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিমে ৮৫ হাজার ২২৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৮৬ হাজার ৪১৫ জন পরীক্ষার্থী রয়েছে।

(১৮.০৭.২০১২)  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।